শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

করোনার জেরে গত দু’বছর ধরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সব পরীক্ষাই বন্ধ ছিল রাজ্যে। এবছর আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে পড়ুয়ারা নিজের নিজের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারবে। করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এরকমই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যেদিন যে বিষয়ে পরীক্ষা থাকবে সেই বিষয়ের শিক্ষক এই দিন পরীক্ষার কোন কাজেই যুক্ত থাকতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন বিশেষ পর্যবেক্ষককে নিযুক্ত করা হবে।

এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। মোট ৬ হাজার ৭২৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা সকাল ১০টা থেকে-দুপুর ১টা ১৫মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীরা মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবে। তবে মিউজিক হেলথ, ফিজিক্যাল এডুকেশন, ভোকেশনাল বিষয়, ভিজুয়াল আর্ট প্রভৃতি জন্য সময়সীমা থাকছে দু’ঘণ্টা। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা থাকবে।

Skip to content