বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

একশোর ঘর ছুঁল হইচই, আর হইচই-এর এই একশোর পরিক্রমা সম্পূর্ণ হল তাদের নতুন আসন্ন সিরিজ ‘টিকটিকি’র হাত ধরে। ২০১৭ সালে ‘হইচই’ তাদের যাত্রা আরম্ভ করেছিল। তারপর আর পিছন ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি। একের পর এক বিভিন্ন ঘরানার অরিজিনাল সিরিজ, ছবি, শর্ট ফিল্মস, ডকু সিরিজ ‘হইচই’ দর্শকদের উপহার দিয়েছে পাঁচ বছরে। রমকম থেকে আরম্ভ করে সাইকোলজিক্যাল থ্রিলার হোক বা সামাজিক গল্পের মোড়কে মোড়া অন্য ধারার কাহিনির ধারা বারবার উঠে এসেছে তাদের নির্মাণের মধ্যে দিয়ে। বাংলা ভাষার প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ তাদের একশোর পরিক্রমায় নিয়ে আসতে চলেছে সেই ধামাকাদার সিরিজটি যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকবৃন্দ। ব্লকবাস্টার পরিচালক ধ্রুব ব্যানার্জি পরিচালনায় এবং জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক, অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অসাধারণ প্রতিভাবান অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের মুখ্য ভূমিকায় আসতে চলেছে ‘হইচই’-এর নতুন সিরিজ ‘টিকটিকি’। এছাড়াও ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় আরও ২৫টি আসন্ন সিরিজের আগমনবার্তা ঘোষণা করা হয়েছে হইচই-এর তরফ থেকে।
সাড়ে চার বছরে একশোর ঘর ছুঁতে পারার অনুভূতিটা ঠিক কেমন? হইচই-এর সিইও সৌম্য মুখার্জি ভাগ করে নিলেন তার অনুভূতি, ‘আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা হইচই-এর জন্য যে ভালোবাসা পেয়েছি তাতে আমরা অভিভূত। আমরা হইচই-এর জন্মলগ্নের আরম্ভ থেকে আমাদের ব্যবহারকারীদের পছন্দকে গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং সেইভাবেই আমাদের কন্টেন্ট নির্বাচন করেছি৷ ভারত ও বাংলাদেশের সেরা কিছু নির্মাতা এবং প্রতিভাদের সঙ্গেও আমরা যৌথভাবে কাজ করেছি যারা আমাদের উচ্চ মানের এবং বিভিন্ন বিশিষ্ট সমালোচকদের দ্বারা প্রশংসিত বিষয়বস্তু তৈরি করতে সাহায্য করেছে। আমরা আমাদের অংশীদারদের কাছেও কৃতজ্ঞ যাঁরা আমাদের বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে সাহায্য করেছন। ২০২২ এবং ২০২৩ হইচইয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কারণ আমরা অন্তত ৬০টি নতুন সিরিজ প্রকাশ করার পরিকল্পনা করছি যা বাংলা এবং হিন্দি উভয় ভাষায়ই পাওয়া যাবে।’

Skip to content