শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আজকাল আধুনিক ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় অভ্যস্ত মানুষদের একটি বড় সমস্যা হল স্ট্রেস। আর তারই পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হাজির হচ্ছে চোখের তলায় বা চারপাশে কালি। তাছাড়া মুখে বলিরেখাও পড়ে যায় অনায়াসেই, যা বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়। সব মিলিয়ে অফিসে, পার্টিতে বা বন্ধুমহলে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। বাজার চলতি অনেক আন্ডার আই ক্রিম থাকলেও তা ব্যবহারে বিশেষ ফল পাওয়া যায় না। তাই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আন্ডার আই ক্রিম। যেটি নিয়মিত ব্যবহারে আপনি দূর করে ফেলতে পারেন চোখের তলার কালি খুব সহজেই।
এতে লাগবে দুটি ভিটামিন-ই ক্যাপসুল, নারকেল তেল ১ চা চামচ এবং থাইম এসেনশিয়াল অয়েল দু’ ফোটা। প্রথমে এই তিনটি উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর দু’ হাতের অনামিকা দিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি-ক্লকওয়াইজ চোখের চারপাশে ১০ থেকে ১৫ মিনিট মাসাজ করুন। দেখবেন যেন মিশ্রণটি চোখে ঢুকে না যায়। এরপর ভেজা টিসু পেপার দিয়ে মুছে নিন। তবে এর পাশাপাশি আপনার ডায়েটেও রাখতে হবে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং খেতে হবে ৮ থেকে ১০গ্লাস জল প্রতিদিন।

Skip to content