নানা রঙে রঙিন হয়ে উঠেছে জি বাংলার ধারাবাহিকগুলি। এখানে আবিরের সঙ্গে মিলে গিয়েছে জীবনের রং। একদিকে মিঠাইয়ের পরিবার তো আর একদিকে পারমিতার পরিবার। বসন্ত উৎসবে জমজমাট জি বাংলা। ১৪ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মিঠাই’-এ চলবে দোলের বিশেষ পর্ব ‘রাঙিয়ে দিয়ে যাও’। এই পর্বেই প্রথমবার নীপা, রুদ্র দা-কে রং মাখাবে আর মিঠাইকে মিষ্টি তৈরি করতে সাহায্য করবে সিদ্ধার্থ। তাই মিঠাইয়ের পরিবারের বসন্ত উৎসব যে এবছর কতটা স্পেশ্যাল হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, গত১৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে চলল এই দোল স্পেশাল পর্বটি। কড়ি খেলাতেও পারমিতার পরিবার মেতে উঠেছিল বসন্ত উৎসবের আনন্দে। জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ ও ‘পিলু’-তে ১৮ মার্চ থেকেই শুরু হল রাঙিয়ে দিয়ে যাও পর্ব। চলবে ২১ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ‘উমা’ ধারাবাহিকে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে দোল স্পেশাল পর্ব রাঙিয়ে দিয়ে যাও। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে এই দোল স্পেশাল পর্বটি চলবে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত। সবশেষে বলা যায়, আরও রঙ লাগতে চলেছে জি বাংলার দোল উৎসবে।