ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
অফিস থেকে ব্যবসা প্রত্যেকটি খেতে আনসেফ অবস্থায় যাওয়াটাও খুবই দৃষ্টিকটু। প্রতিদিন দাড়ি কাটতে কাটতে পুরুষদের ত্বক ক্রমশ রুক্ষ থেকে রুক্ষতর হয়ে ওঠে। অনেক সময় বাজার চলতি বিভিন্ন ধরনের ক্রিমেও মেলে না এর সমাধান। তাই পুরুষদের জন্য রইল কিছু ঘরোয়া টিপস। যার মাধ্যমে তারা পেয়ে যাবেন মসৃণ চকচকে ত্বক।
● প্রতিদিন নিয়ম করে ৩ থেকে ৪ লিটার জল খান। জল আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। জল শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখে। এতে অনায়াসেই ত্বক কোমল হয়ে ওঠে এবং আপনি শুষ্ক ত্বককে করতে পারেন বাই বাই।
● নিয়মিত দাড়ি কাটুন। দাড়ি কাটার ফলে মুখের ময়লা অনেকটাই চলে যায়। তাছাড়া কাজ থেকে বাড়ি ফিরে ভালো করে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বক থাকবে ঝকঝকে।
● মনে রাখবেন, দাড়ি কাটার পর অবশ্যই ভালো করে সারা মুখে ভালো কোন ময়শ্চারাইজার লাগাবেন। তাছাড়া রাতে শোবার আগে এবং কাজ থেকে ফিরে মুখ ধুয়ে নেবার পর অবশ্যই ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। এতে আপনার ত্বকের রুক্ষ ভাব অনেকটাই কমে যাবে।