বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


সৃজন প্রসাদ, নবম শ্রেণি, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর (ছবিটি উল্টে দেখুন)

অদ্রীশ বাগচী, পঞ্চম শ্রেণি, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল (উচ্চমাধ্যমিক )

আজকের টিপস

গাছ আঁকা

ছোট্ট বন্ধুরা, আজকের বিষয় ইংরেজি অ্যা লফাবেট বড় হাতের ‘E’ লেটার দিয়ে ল্যাডার বা মই আঁকা। প্রথমে ড্রইং খাতার মাঝে বড় করে ‘E’ লেটারটা লিখে নেব। এবারে ‘E’ লেটারের ডানদিকে একটা দাগ উলম্ব করে শেষ পর্যন্ত টেনে নিলাম। ‘E’ লেটারের মাঝের দাগগুলোর নীচে সমান্তরাল ভাবে একটা করে দাগ টেনে নিলাম। উলম্বভাবে দু’ পাশে দুটো দাগ টেনে দাগের মাথাগুলো জুড়ে নিলাম। দেখ, ল্যাডার বা মই আঁকা শেষ। পুরো মইটাতে হালকা ব্রাউন কালার করে তার উপর ডার্ক ব্রাউন দিয়ে বর্ডার দিয়ে নিলাম। দেখ মই আঁকা ও কালার কমপ্লিট।

পরামর্শে : সৌরভ চক্রবর্তী, চিত্রশিল্পী


Skip to content