বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

গবেষণা সংস্থা ইসরো এ বছর প্রথম উৎক্ষেপণ করবে সোমবার। তার একটি ভূপর্যবেক্ষণকারী উপগ্রহ ‘ইওএস০৪’। অন্য দুটির একটি ছাত্রছাত্রীদের বানানো ইনস্পেয়ারস্যাট-১, তৃতীয়টি ইনস্যাট-২টিডি। ছাত্রছাত্রীদের বানানো ৮ কিলোগ্রাম ওজনের ইনস্পেয়ারস্যাট-১ উপগ্রহ যে পাঠানো হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নস্ফিয়ার কীভাবে দ্রুত বদলে যাচ্ছে তার উপর গবেষণা চালাতে। আবার ভুটানের সহযোগিতায় পাঠানো হচ্ছে আরও একটি ভূপর্যবেক্ষণকারী উপগ্রহ ইনস্যাট-২টিডি। ভূপর্যবেক্ষণকারী যে উপগ্রহটিকে এবার পৃথিবীর কক্ষপথে পাঠানো হচ্ছে সেই ইওএস-০৪-এর আর একটি নাম আছে রাডার ইমেজিং স্যাটেলাইট। এই উপগ্রহটির মাধ্যমে নতুন কৃষিজমি ও বনাঞ্চলের সন্ধান করা হবে। বনসৃজনের জন্য সন্ধান করতে হবে সুন্দর জায়গা। বন্যাপ্রবল এলাকার মানচিত্র তৈরি করতে হবে, উপগ্রহের পাঠানো ছবি ও তথ্যাদির ভিত্তিতে। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে উপগ্রহটি কক্ষপথে এক দশক সক্রিয় থাকবে। আরও একটি উপগ্রহ ইনস্যাট-২টিডি। যা দুটি দেশের সীমান্ত ও সংলগ্ন এলাকায় নতুন কৃষিজমি ও বনাঞ্চলের সন্ধান করবে।

Skip to content