মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সারা দেশে রেলে ২,৬৫,৫৪৭ পদ শূন্য রয়েছে। তার মধ্যে আছে গেজেটেড অফিসারের পদও। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বলেন রেলের বিভিন্ন জোন এবং রেলের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে বিপুল সংখ্যক শূন্যপদ আছে। ৩৭,৪৩৬-এর বেশি শূন্যপদ আছে উত্তর রেলে নন-গেজেটেড অফিসারের পদ। পূর্ব রেলে পরের শ্রেণিতে ২৮,২০৪টি পদ শূন্য। পূর্ব রেলেই গেজেটেড অফিসারের পদ খালি রয়েছে ১৯৫টি। রেলমন্ত্রীর বক্তব্য, রেলে নিয়োগ ধারাবাহিক প্রক্রিয়া এবং তা চালু আছে। তথ্যে আসছে কলকাতা মেট্রোয় গেজেটেড অফিসারের ২২টি পদ শূন্য। নন-গেজেটেডের ২৫৬টি পদ শূন্য। দক্ষিণ-পূর্ব রেখে ১৩৭টি গেজেটেড, ১৬,৮৪৭টি নন-গেজেটেডের পদ শূন্য। নর্থ ফ্রন্টিয়ার রেলে ১১২টি গেজেটে ১৫,৬৭৭টি নন-গেজেটেড পদ শূন্য রয়েছে। গত দুই বছর ধরে রেলের সেফটি ক্যাটাগরি সহ বিভিন্ন শ্রেণিতে শূন্য পদের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ শ্রমিক সংগঠনের।

Skip to content