কুচযুগ শোভিত মুক্তাহারে
বীণা পুস্তক রঞ্জিত হস্তে
ভগবতি ভারতী দেবী নমঽস্তুতে।
এই মন্ত্রোচ্চারণ করেই মা সরস্বতীর পায়ে ফুল অর্পণ করে ছাত্রছাত্রীরা। জ্ঞানের দেবী বিদ্যার দেবীর আরাধনায় এদিন সেজে ওঠে স্কুল-কলেজ। পাড়ায় পাড়ায় বাগদেবীর আরাধনায় মেতে ওঠে আট থেকে আশি সকলেই। শুধু পূজার্চনাই নয়, সাজের দিক থেকেও একেবারে টিপটপ থাকে এ যুগের ছেলেমেয়েরা। যত দিন যাচ্ছে তত ট্রেন্ডের সঙ্গে সঙ্গে বাড়ছে ফ্যাশনের বাহার। তাই এ বছর সরস্বতীপুজোর ফ্যাশনে আরও নতুনত্ব আনতে অভিনব কালেকশন নিয়ে হাজির চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব। হলুদ রঙের ঢাকাই জামদানি শাড়ি, লিনেন, জয়পুরি মলমল, মসলিন, হ্যান্ডলুমের সম্ভার নিয়ে এসেছেন চন্দ্রিমা বসু। এর মধ্যে জয়পুরি মলমল শাড়ির দাম ৭৯৯ টাকা। ঢাকাই জামদানি, লিনেন শাড়ির দাম শুরু ৯৫০ টাকা থেকে। মসলিন শাড়ির দাম শুরু হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা থেকে৷
এছাড়াও, চন্দ্রিমার সরস্বতীপুজো কালেকশনে ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রঙিন ধুতি। এর মধ্যে রয়েছে রংবেরঙের ব্লক প্রিন্টিং করা ময়ূরপুচ্ছ ধুতিও। এই ধরনের রেডিমেড ধুতির দাম ১১৯৯ টাকা থেকে শুরু। তবে, এই ধরনেরই একেবারে সুতির ধুতির দাম ১৪৯৯ টাকা। এখানে পাওয়া যাচ্ছে জারদৌসি পাড় বসানো সিল্কের ধুতি। এই ধরনের ধুতি ছেলেদের পাশাপাশি মেয়েরাও পরতে পারে। এই ধুতির দাম ১০৫০ টাকা। চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব শাড়ি, ধুতির পাশাপাশি সুতোর কাজ করা পাঞ্জাবিও পাওয়া যায়। পাঞ্জাবির দাম শুরু ৭৯৯ টাকা থেকে। হলুদ, নীল, কালো, মেরুন অফ হোয়াইটের মতো বিভিন্ন রঙের ধুতি রয়েছে এই ফ্যাশন হাবে। এখানে আপনি ধুতি ও পাঞ্জাবি কম্বিনেশন করেও কিনতে পারেন, আবার ধুতি ও পাঞ্জাবি আলাদা করেও কিনতে পারেন। সরস্বতীপুজো উপলক্ষে নিজেদের জন্য এরকম সুন্দর সুন্দর পোশাকের কালেকশন রাখতে হলে আপনাকে হোয়াটস অ্যাপ এবং চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব-এর ফেসবুক পেজে লাইভ এবং চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব নামের ইনস্টাগ্রামে ঢুঁ মারতেই হবে।
ছবি : চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব
ঠিকানা : ১৪১/২বি, লেনিন সরণী, বিনায়ক অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা ৭০০০১৩, ফোন : ৯১২৩৭৩৫০৪৩
ছবি : চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব
ঠিকানা : ১৪১/২বি, লেনিন সরণী, বিনায়ক অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা ৭০০০১৩, ফোন : ৯১২৩৭৩৫০৪৩