শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সবারই শখ হয় বাড়ির জানলা বা বারান্দায় ছোট্ট একটা বাগান করার। এই একটুকরো সবুজ, মন ভালো করে দেবে সবার। তবে শখ থাকলেই যে সহজে পূরণ করা যাবে তা কিন্তু নয়। মনের মতন করে বাগান সাজানোটাও কিন্তু একটা আর্ট। আর আর্টিস্টের চোখ মানেই তাতে থাকবে আধুনিকতা-শৌখিনতার ছোঁয়া। কিন্তু এই শখ মেটানোর জন্য কিন্তু বেশ ঝক্কি সামলাতে হয়। কারণ ছোট জায়গায় অল্প অল্প সঠিক সামগ্রী দিয়ে বাগান করাটাও একটা চ্যালেঞ্জ। তবে কীভাবে নজরকাড়া বাগান করে তুলবেন তার রইল কিছু টিপস।

বারান্দা যদি ছোট হয় তবে উঁচু এবং সরু পাত্র ব্যবহার করুন এতে জায়গা কম লাগবে।

বারান্দার বাগানকে আধুনিকভাবে সাজাতে প্লান্টার হিসেবে হ্যাঙ্গিং ঝুড়ি, মেটাল পট, সেরামিক পট ব্যবহার করুন।

শাকসবজির জন্য চওড়া ও লম্বা প্লান্টার, পট নিতে হবে।

মাথায় রাখবেন, পাত্রে জন্মানো চারা মাটিতে বেড়ে ওঠার চারার চেয়ে বেশি যত্নের প্রয়োজন।

গাছে সবসময় সকালবেলায় জল দেওয়া উচিত এবং গাছের প্রয়োজনমতো জল দেওয়া উচিত।

নানারকম লতানো গাছ দিয়ে মুড়ে দিন বারান্দার ধারগুলো।

যদি জায়গা থেকে একটু বড় পাত্রে মরশুমি ফুল ও ফলের গাছ লাগাতে পারেন।

নীচে বেশি জায়গা না থাকলে বারান্দার দেয়ালগুলো কাজে লাগান বুদ্ধি করে। কিছু ছবি, আয়না, ঘর সাজানোর জিনিস বাগানে সাজানোর জন্য বেছে নিন।

কৃত্রিম ঘাসের কার্পেট বিছিয়ে দিন নীচে যা থেকে একটা বাগানের আমেজ পাবেন। আশপাশে সাজিয়ে রাখুন কয়েকটি রঙিন নুড়ি-পাথর।

বারান্দা বা জানলার ধারে বসে মাঝে মাঝে বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তাই ব্যবস্থা করুন বসার চেয়ার-টেবিল। বারান্দার জন্য বেতের মোড়া বা ফোল্ডিং চেয়ার রাখুন। মাটিতে কয়েকটি বড় কুশন রেখে দিলেও কিন্তু মন্দ হবে না।

সন্ধের পর বাগান আরও ঝলমলে আকর্ষণীয় করে তুলতে টুনি লাইট লাগিয়ে বা কৃত্রিম মোমবাতি দিয়ে সাজিয়ে দিন। সন্ধের আড্ডা থেকে শুরু করে রাতের ডিনার সব কিছুর জন্য এক্কেবারে পারফেক্ট হবে এই বারান্দা-বাগান।

Skip to content