শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

শীতের মরশুমে যেমন আপনি নিজের যত্ন নিচ্ছেন, তেমনই নিন আপনার পছন্দের গাড়িটির যত্ন। তাই আর দেরি না করে শীতকালে গাড়ি সাধারণত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা তালিকা বানিয়ে ফেলুন। তারপর দেখুন সেই সমস্যার কোনও সমাধানসূত্র বের করতে পারেন কি না। তারও আগে দেখতে হবে আপনি থাকেন কোথায়। কারণ, আপনি যেখানে থাকেন তার উপর ভিত্তি করে অনেক কিছু। যদি সেখানে বেশি ঠান্ডা হয় তাহলে গাড়ির পরিচর্যা করতে হবে একরকমভাবে আবার কম ঠান্ডা থাকলে কিংবা আবহাওয়া গরম থাকলে তখন গাড়ির পরিচর্যা করার নিয়ম আলাদা হবে। বর্তমানে আমাদের রাজ্যে ডিসেম্বর ও জানুয়ারি এই দু’মাস সাধারণত শীতকাল থাকে। এই সময় গাড়ির কীভাবে যত্ন নেবেন তা জেনে নিন। মনে রাখবেন, গাড়ি রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ির সক্রিয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

১. গাড়ির ব্যাটারি
আপনার গাড়ির ব্যাটারি যদি নতুন হয়, তাহলে অতটা সমস্যা হবে না। তবে আপনার গাড়িতে যে ব্যাটারি রয়েছে তা যদি পুরনো হয়, তাহলে কিছুটা সমস্যা হতে পারে। গাড়ির ব্যাটারি যদি ৪ থেকে ৫ বছরের বেশি পুরনো হয়, তাহলে এই শীতের মরশুমে সেই পুরনো ব্যাটারি প্রতিস্থাপন করার কথা ভাবুন। তা না করলে অন্তত ব্যাটারির ক্ষমতা পরীক্ষা করে নিন। নয়তো গাড়ি চালানোর সময় আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

২. গাড়ির টায়ার
গ্রীষ্ম, বর্ষা কাটিয়ে ধীরে ধীরে যখন শীতের আগমন হয়, তখন স্বাভাবিকভাবেই তাপমাত্রার পরিবর্তন ঘটে। আর এই তাপমাত্রা পরিবর্তনের প্রভাব পড়তে পারে গাড়ির টায়ারেও। টায়ার চাপের উপর এর প্রভাব পড়লে ক্ষতিগ্রস্ত হয় টায়ার। শুধু তাই নয়, গাড়ির জ্বালানি দক্ষতা কমে যায়। এমনকী অন্যান্য জিনিসের মধ্যে গাড়ির উপর নিয়ন্ত্রণ কমে যায়। তাই শীতের মরশুমে গাড়ি চালানোর আগে গাড়ির ঘূর্ণায়মান চারটি চাকা আগে পরীক্ষা করে নিন। পরীক্ষা করুন গাড়িতে থাকা বাড়তি চাকাটিও। যাতে রাস্তায় বেরোলে আপনাকে কোনওরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। এ ছাড়াও, বেরোনোর আগে টায়ারের সঠিক গ্রিপ আছে কি না তা দেখতে একবার টায়ার ট্রেড পরীক্ষাও করে নিতে পারেন।

৩. যানবাহনের তরলগুলির দিকে বিশেষ নজর রাখুন
শীতকালে তাপমাত্রা পরিবর্তনের কারণে যানবাহনের তরলের ঘনত্বকে প্রভাবিত করতে পারে। সাধারণত, একটি সচল যানবাহন ইঞ্জিন তেল, কুল্যান্ট, ট্রান্সমিশন ফ্লুইডের উপর নির্ভর করে থাকে। শুধু তাই নয়, উইন্ডশীল্ডের জন্য জল সহ বিভিন্ন তরলের উপরও নির্ভর করে যানবাহন ইঞ্জিন। কিন্তু তাপমাত্রা পরিবর্তনের জন্য শীতকালে এই তরলগুলি তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করা থেকে বাধা দিতে পারে। তাই শীতকালে এই তরলগুলির দিকে বিশেষ নজর রাখুন। আর ড্রাইভিং শুরু করার আগে ইঞ্জিনটিকে কিছুটা সময় গরম করে নিন।

৪. স্পার্ক প্লাগগুলির দিকে নজর রাখুন
যার কারণে সাধারণত গাড়িতে আগুন লাগে। শীতকালে গাড়ির সেই স্পার্ক প্লাগগুলিই ক্ষতির সম্মুখীন হয়। তাই শীতের মরশুমে নিয়মিত স্পার্ক প্লাগগুলি একবার করে পরীক্ষা করে নিন যাতে স্পার্ক প্লাগগুলিতে কোনও ফাটল বা ক্ষয় হলেও সেটি আপনার গাড়ির কর্মক্ষমতার উপর কোনওরম প্রভাব না ফেলতে পারে। শীতকালে গাড়ি চালাবেন আরামে কিন্তু তার আগে এগুলোর উপর বিশেষ নজর রাখবেন অবশ্যই। এতে আপনিই বিপদের হাত থেকে রক্ষা পাবেন।

Skip to content