সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

বাড়ির এক অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হল সিলিং ফ্যান। বাড়িতে এসি লাগিয়ে থাকলেও কিন্তু কোনওভাবে এই পুরনো সদস্যটিকে অবহেলা করতে পারবেন না। ভ্যাপসা গরমে পাখার স্পিড বাড়ালেও হাওয়া যেন গায়ে লাগে না। আসলে পাখার ব্লেডে খুব ধুলোময়লা জমলে ঠিকমতো হাওয়া পাবেনও না। সিলিং ফ্যান পরিষ্কার করা যেমন বেশ ঝামেলার তেমন সময় লাগে অনেকক্ষণ। কিন্তু এবার এই সহজ পদ্ধতিতে মাঝে মাঝেই পরিষ্কার করে ফেলুন সিলিং ফ্যান। ঘড়ি ধরে দেখুন দু মিনিটে হবে মুশকিল আসন।

সাবান জল দিয়ে: পুরনো একটা খবরের কাগজ দিয়ে প্রথমে ফ্যানের ব্লেডগুলো মুছে নিন। তারপর অন্য একটি পরিষ্কার খবরের কাগজ সাবান জলে ভিজিয়ে ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে নিলেই একদম চকচকে হয়ে যাবে ফ্যান।

বালিশের কভার দিয়ে: এটি হল একদম সহজ উপায় পাখা পরিষ্কার করার। প্রথমে একটি পুরনো বা অব্যবহৃত বালিশের কভার খুলে নিয়ে তার মধ্যে ফ্যানের ব্লেডটিকে ঢুকিয়ে দিন একদম আগে থেকে গোড়া পর্যন্ত। তারপর কভারটি ভালোভাবে চেপে ধরে হালকা হালকা করে টেনে আনুন আপনার দিকে। এতে ফ্যানের ব্লেডের গায়ে লেগে থাকা ধুলোময়লাগুলো সহজে উঠে আসবে। তারপর অন্য কোনও ভেজা বা শুকনো কাপড় দিয়ে ব্লেডগুলোকে একবার মুছে নিলেই পুরনো ফ্যান হয়ে যাবে নতুনের মতো।

Skip to content