রিমুভার দিয়ে এভাবে নেলপলিশ পরিষ্কার করতে হবে।
শুরুর লাইনগুলোই বলে দিচ্ছে আমি কী নিয়ে কথা বলতে চাইছি। মেয়ে থেকে মহিলা ও বর্তমানে পুরুষরাও রূপচর্চার ব্যাপারে খুবই সচেতন। কিন্তু ৯০ শতাংশ মানুষ চুলের থেকে ত্বক নিয়ে বেশি ব্যস্ত ও চিন্তিত। ত্বকের যত্ন নিয়ে আঁতিপাঁতি খুঁজে বেড়ান। বাড়িতে নানান প্রোডাক্ট ব্যবহার থেকে শুরু করে পার্লারে গিয়ে ফেসিয়াল করা ইত্যাদি৷ এক কথায় কোনও অবস্থাতেই বার্ধ্যকের ছাপ যেন না পড়ে। এটা নিয়ে এতই চিন্তিত যে চুলের সমস্যা থাকা সত্ত্বেও সেটাকে অগ্রাহ্য করেন। কথায় আছে ‘কেশই বেশ’। বার্ধ্যকের সঙ্গে লড়াই করতে স্কিন ও হেয়ার দুটোরই যত্নের প্রয়োজন সমানভাবে। চোখ বুজে একবার ভাবুন, ত্বক খুবই ‘ইয়াং’ কিন্তু মাথাটা খালি, কেমন দেখতে লাগবে।
এ বিষয়ে একটি জরুরি কথা হল, বিজ্ঞাপনে প্রভাবিত হওয়া রূপচর্চার ক্ষেত্রে বেশ বিপজ্জনক। একজন অত্যন্ত পছন্দের অভিনেতা বা অভিনেত্রী যে প্রোডাক্ট মাখছেন বা লাগাচ্ছেন (চুলে) সেটা বিজ্ঞাপন, এটা মনে রাখতে হবে। এটার আপনার কতটা প্রযোজ্য সেটা বলে দেবেন একজন রূপচর্চার অভিজ্ঞ বিশেষজ্ঞ। পাশাপাশি কারও থেকে শুনে বা জেনেছেন যে ওই প্রোডাক্ট তার খুব ভালো লেগেছে এবং উপকার পেয়েছেন, ব্যাস সঙ্গে সঙ্গে তিনি নিজের উপর সেটা ব্যবহার শুরু করে দেন। কথায় বলে ‘ঝড়ে গাছ পড়ে ফকিরের যশ বাড়ে’ অর্থাৎ যদি সেটা স্যুট করে গেল তো দারুণ প্রোডাক্ট আর না হলে বদনাম বেচারা কোম্পনির। এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান যেটাকে অস্বীকার করার কোনও উপায় নেই।
নখের কিউটিক্যাল কাটা হচ্ছে।
নখ থেকে তোলা হচ্ছে নেলপলিশ ।
সতর্কতা
১. কম দামের নেলপলিশ নখের ক্ষতি করে।
২. নেলপলিশ রিমুভ করার পর ভালো করে হাত ধুতে হবে।
৩. নখের কিউটিক্যাল কাটার জন্য অত্যন্ত দক্ষতা দরকার।
৪. কম দামের লিপস্টিক ও ম্যাট কালার বেশিক্ষণ লাগালে ঠোঁট ড্রাই হয়ে যায়।
৫. সপ্তাহে একদিন স্কিনকে উপোস করানো অর্থাৎ কোনও কিছু না লাগিয়ে ২৪ ঘণ্টা স্বাভাবিকভাবে ব্রিদ করতে দেওয়া।
৬. কপাল, আপার লিপ, চিন এই সব জায়গায় লোমের আধিক্য থাকলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া থ্রেডিং ওয়াক্সিং ইত্যাদি করা উচিত নয়।
৭. মুখে গলায় ও চুলের গোড়ায় কিছু লাগাবার সময় খুব আলতো হাতে তা ব্যবহার করতে হবে।
৮. দক্ষ টেকনিশিয়ান ছাড়া থ্রেডিং ওয়াক্সিং ইত্যাদি করা বিপজ্জনক।
পরের সপ্তাহে আবার আলোচনা করব কী কী করা ভালো আর কী কী ক্ষতি।
ছবি: লেখক
লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান
যোগাযোগ
ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩