মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


অধ্যাপক আব্দুল মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন-কে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশের চট্টগ্রামের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। সেইসময় বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এমরান কবীর চৌধুরি। এই বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। তার আগেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে ড. এ এফ এম আব্দুল মঈনকে নিয়োগ করা হয়েছে। নতুন উপাচার্য এ এফ এম আবদুল মঈন বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরবেন এবং বর্তমান উপাচার্য কবীর চৌধুরির মেয়াদ শেষ হওয়ার পরই আব্দুল মঈন এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে যোগ দেবেন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলমের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬–এর ১০ (১) ধারা অনুসারে নতুন উপাচার্যের পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে নিয়োগ করা হল। আব্দুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য। আগামী চার বছর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন তিনি।

বরিশালে বড় হয়ে উঠলেও ড. এ এফ এম আব্দুল মঈনের গ্রামের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। প্রায় ২৩ বছর ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আব্দুল মঈন ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ১২ বছর অস্ট্রেলিয়ার ফেডারেশন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। অস্ট্রেলিয়ার ফেডারেশন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ফর লার্নিং অ্যান্ড টিচিংয়ের জন্য মনোনীতও হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, দেশ ও বিদেশে যে সব জার্নাল প্রকাশিত হয়, তাতে তাঁর লেখা প্রায় ৩৭টি নিবন্ধ রয়েছে। অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের একজন দক্ষ শিক্ষক বলে মনে করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী। সেই কারণেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব আব্দুল মঈনের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজী ওমর সিদ্দিকী মনে করেন, ড. এ এফ এম আব্দুল মঈনের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয় গবেষণা ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে ড. এ এফ এম আব্দুল মঈনকে নিয়োগের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতাও জানিয়েছেন কাজী ওমর সিদ্দিকী।

 


Skip to content