যতিই অসহনীয় গরম হোক না কেন বাইরে বেরোতেই হয়। আর যাঁদের রোজ দিন বেরোতেই হয়, তাঁদের ত্বকে খুব সহজে ট্যান পড়ে যায়। কেউ কেউ এই দাগছোপ তুলতে সাঁলোতে যায়। খরচ হয় ভালোই। এর জন্য ‘ডি-ট্যান’ করেন অনেকেই। অথবা সমস্যার সমাধানে দামি কোনও ফেসিয়াল ব্যবহার করতে হয়। অনেকে আবার মুখ ও ত্বকের কালো দাগ ও ছোপ তুলতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করতে চান না। এক্ষেত্রে বহুল পরিচিত ফল আঙুরে ভরসা রাখা যেতে পারে। আঙুর শুধু খেতে সুস্বাদু নয়, ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
অনেকেই হয় তো জানেন না, আঙুর দিয়েও কিন্তু ত্বকেরও পরিচর্যা করা যায়। আঙুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, সি, বি৬ এবং ফোলেট। এই সব প্রাকৃতিক উপাদান ত্বকের কোষের জন্য অপরিহার্য। আর সে কারণেই ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতেও আঙুর উপকারী। শুধু খাওয়া নয়, ত্বকের যত্ন আঙুর মাখাও যেতে পারে।
উপকার পেতে আঙুর কী ভাবে ব্যবহার করবেন?
ফেসিয়াল স্ক্রাব
● প্রথমে আঙুর ভালো করে ধুয়ে নিন। তারপর সেগুলি ভালো করে পিষে নিন। এর সঙ্গে কিছুটা মধু মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি মুখে হাতে মালিশ করতে হবে। এ ভাবে ২০ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহারই যথেষ্ট। এতেই আমাদের ত্বকের মৃতকোষ উঠে যাবে। আবার ত্বকের কালচে দাগছোপও দূর হবে।
আঙুরের রসের টোনার
● মিক্সিতে কিছু আঙুর পিষে রস করে নিন। এর সঙ্গে প্রিয়োজন মতো গোলাপ জল মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ একটি বোতলে ভরে নিন। যখন রোদে বেরোবেন তার আগে মুখে স্প্রে করে নিন। এতে ত্বকে ট্যান পড়বে না।
আঙুর-অ্যালো ভেরা
● কিছুটা আঙুর চটকে নিয়ে তাতে অ্যালো ভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকও বেশ কাজের। এই মিশ্রণ মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পরে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ব্রণর সমস্যা অনেকটা কমবে।
ফেস-মাস্ক
● খানিক সবুজ আঙুর নিন। এবার ওই আঙুর একটি পাত্রে চটকে নিয়ে এর সঙ্গে কিছুটা দই মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে মাখতে পারেন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু’দিনই যথেষ্ট। এতে ত্বকের সংক্রমণ কমতে পারে।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com