
ছবি: প্রতীকী।
হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। আরও কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই তাপমাত্রার পারদও কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি পড়বে। সপ্তাহভর এরকম আবহাওয়া থাকতে পারে। তবে শুধু সোমবার এবং মঙ্গলবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে । দু’দিন এই সাত জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কোথাও থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আরও কয়েকটি জেলায়। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৯: বসন্ত-বৌরি

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে
ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও অংশে অতিভারী বর্ষণ হতে পারে। এই চার জেলায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। পাসাপাশি দার্জিলিং-সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও অংশে অতিভারী বর্ষণ হতে পারে। এই চার জেলায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। পাসাপাশি দার্জিলিং-সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের চার দিনে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৬.২ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে হয়েছে ৩১.৯ ডিগ্রি হয়েছে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৬.২ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে হয়েছে ৩১.৯ ডিগ্রি হয়েছে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।