
ছবি: প্রতীকী।
ভালো খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। শনিবার কলকাতা এবং শহরতলির কোনও কোনও এলাকায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রার পারদও অনেকটা কমে গিয়েছে। তবে আরও পারদ পতন হরে পারে বলে মনে করা হচ্ছে।
সারা সপ্তাহ ধরেই দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের জন্য কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার রয়েছে হাওড়া, হুগলির জন্যও একই সতর্কতা রয়েছে। রবিবারের জন্য নয় উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার এবং বুধবারও এই সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৯: বসন্ত-বৌরি

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শুধু রবিবার ও বুধবার সতর্কতা রয়েছে। ওই একই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা বেশি হতে পারে। বুধবার পর্যন্ত এই সব জেলাগুলিতে ঝড়বৃষ্টিরপূর্বাভাস রয়েছে। রবিবার পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন
এদিকে মুষলধারে বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৭: আলাস্কায় এমন অপরূপ দৃশ্যও দেখা যায়, যেখানে পাহাড়-সমুদ্র-হিমবাহ একসঙ্গে বিরাজমান
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে তাপমাতনোর পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রারর পারদ ছিল স্বাভাবিকের নীচেই। তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থার তাপমাত্রা প্রায় স্বাভাবিকই।