শনিবার ১৭ মে, ২০২৫


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সোমবারও। তবে কিছু কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দমদম, সল্টলেকে পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে দিশাহারা অবস্থা শহর ও শহরতলির।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। যদিও সোমবার থেকে কয়কটি জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, সমাবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। এই আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি থাকবে গরমজনিত অস্বস্তি। কলকাতায় অবশ্য তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে কলকাতায় অসহনীয় গরমের ফালে তাপপ্রবাহের মতোই অনুভূতি হতে পারে। কলকাতায় আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-১৬: আকাশ এখনও মেঘলা

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, রবিবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০.৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছিল সল্টলেক (৪০.৪), কলাইকুন্ডা (৪৩.৩), পানাগড় (৪০.১), সিউড়ি (৪১), ঝাড়গ্রামে (৪০.১)। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৩: ভাবনা উইদাউট ভদ্‌কা

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৩: একটি হিংসা অনেক প্রতিহিংসা, জিঘাংসা, হত্যা এবং মৃত্যুর কারণ হয়ে ওঠে সর্বত্র

অন্যদিকে হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আবার তাপপ্রবাহ হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, আগামী ছ’দিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content