শনিবার ২৬ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আজকাল বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন। যদিও এতেও শান্তি নেই, কারণ রোগবালাই-ও পাল্লা দিয়ে বাড়ছে। তাই অসুখ-বিসুখ হারাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করার চেষ্টা করতে হবে। ফলে খুব স্বাভাবিক ভাবেই খাদ্য তালিকায় আমাদের বিশেষ ভাবে নজর দিতে হবে। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার হল, টক দই। এই খাবার আমাদের শরীরকে বিভিন্ন ভাবে সাহায্য করে। এতে দুধের থেকে ভিটামিন বি, ক্যালশিয়াম ও টাশিয়ামে আছে। টক দইয়ে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া এই মারাত্মক গরমে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
 

একঝলকে টক দইয়ের উপকারিতা

 

হাড় ও দাঁতের গঠনে

এতে আছে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম ও ভিটামিন ডি, যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। মহিলাদের টক দই বেশি করে খাওয়া প্রয়োজন। কেন না তাঁরাই ক্যালশিয়ামের অভাবে বেশি ভোগেন।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৪: ‘মহেশ্বরের অনন্ত ধৈর্য’

 

হজম ক্ষমতা বাড়াতে

টক দইয়ে থাকা ব্যাকটেরিয়া খুবই উপকারী। এই খাবার শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে হজমশক্তি বৃদ্ধি করে।
 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ঠান্ডা, সর্দি, জ্বরকে দূরে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

হ্যালো বাবু! পর্ব-৭৭: গুগলি/১৩

 

পেটের স্বাস্থ্য ভালো রাখতে

টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা কোষ্টকাঠিন্য দূর করে। সঙ্গে ডায়েরিয়াও প্রতিরোধ করে। এটি কোলন ক্যানসার রোগীদের খাদ্য হিসাবে উপকারী। এক কথায় বলা যায় পেটের স্বাস্থ্য ভালো রাখে টক দই।

আরও পড়ুন:

অসমের আলো অন্ধকার, পর্ব-৪৯: পান-সুপারি ছাড়া অসম্পূর্ণ অসমীয়া খাবারের থালি

পর্ব-১৪: আকাশ এখনও মেঘলা

 

সহজপাচ্য

যাঁরা দুধ খেতে পারেন না বা দুধ খেলে হজম হয় না, তাঁরা অনায়াসেই টক দই খেতে পারেন। কারণ টক দই দুধের চেয়েও বেশি সহজপাচ্য। ফলে স্বল্প সময়ে হজম হয়।
 

ওজন কমাতে সাহায্য করে

টক দই ওজন কমাতেও সাহায্য করে। কারণ টক দই খেলে অনেকক্ষণ পেট ভরা বোধ হয়। শরীর শক্তিও পায়। ফলে অতিরিক্ত খাবার খেতে ইচ্ছে করে না। আর অতিরিক্ত খাবার খাওয়া বন্ধ হলে সহজেই ওজনকে নিয়ন্ত্রণে রাখা যায়।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৭: পৃথিবীতে এমন কেউ নেই, যাঁর জীবনের আকাশে কখনও শত্রুতার মেঘ জমেনি

 

উচ্চ রক্তচাপ কমায়

টক দই শরীরের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিন মাত্র এক কাপ করে টক দই খেলে উচ্চ রক্তচাপ প্রায় এক তৃতীয়াংশ কমে যায় এবং একটা সময় স্বাভাবিক হয়ে আসে। এছাড়া এটি রক্তের খারাপ কোলেষ্টেরলের মাত্রাও কমিয়ে দেয়।
 

ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

হার্টের অসুখ ও ডায়াবেটিসে আক্রান্তরাও টক দই নিশ্চিন্তে খেতে পারেন। টক দই দুইয়ের জন্য ভালো।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content