
একটি নাটকের দল চালাচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেড় দশক ধরে। দলের নাম বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি এবং চিকিৎসকের নাম অমিতাভ ভট্টাচার্য। ইএনটি বিশেষজ্ঞ। ১৫ বছরে এরা ১২টি প্রযোজনা করেছেন। তার মধ্যে বিষ, কৈলাসে চা পান, পরচুলা, কাগজের বিয়ে-সহ বেশ কয়েকটি দর্শক নন্দিত প্রযোজনাও আছে।
পরিচালক ডাক্তারবাবুর অভিনয় জীবনেরও এবার পঞ্চাশ বছর। আর জি কর মেডিকেল কলেজে পা রেখে ১৯৭৪-এ প্রথম মঞ্চে অভিনয় শুরু করেছিলেন। এই দুটি বিষয় উদযাপিত হতে চলেছে সারা বছর জুড়েই। প্রথম পর্যায়ের উৎসব গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হল ৭ মার্চ। উদ্বোধন করলেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রঞ্জন গঙ্গোপাধ্যায়, পঙ্কজ মুন্সি-সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯o: ছাতারে

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪৮: এখানে দিন-রাত-শীত-গ্রীষ্ম-আলো-অন্ধকার, সব কিছুরই হিসেব আলাদা
দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান অ্যাকাডেমি মঞ্চে আগামী ২৩ মার্চ দুপুর আড়াইটায়। উদ্বোধন করবেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। দে’জ পাবলিশিং প্রকাশ করছেন অমিতাভ ছটি নাটকের সংকলন নাটক সমগ্র। প্রকাশিত হবে জগন্নাথ এবং উর্মিমালার হাতে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাঃ শান্তনু বন্দ্যোপাধ্যায়, ডাঃ অর্ণব গুপ্ত, সুধাংশু শেখর দে,তনিমা সেন, শুভঙ্কর দে, দেবকুমার হাজরা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৩: শরৎকুমারী স্নানাগারের সামনে বসে সারাক্ষণই সাজতেন
বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির নতুন প্রযোজনা পরশুরামের চিকিৎসা সংকট। অমিতাভর নাট্যরূপ এবং নির্দেশনায় গিরিশ মঞ্চের পর এবার একাডেমিতে যা ২৩ মার্চ মঞ্চস্থ হচ্ছে। প্রকাশিত হচ্ছে একটি স্মারক পত্রিকা দে’জ পাবলিশিং-এর সৌজন্যে।