বাড়িতে থাকা ওয়াইফাইয়ের গতি সবসময়ে একরকম পাওয়া যায় না। মজার বিষয় হল, জরুরি রাজের সময়ে ওয়াইফাই হয় আটকে গেল না হয় গতি এতটাই কমে গেল, আপনি সেই কাজ শেষমেশ করতে পারলেন না। মূলত বাড়িতে ইন্সটল করা রাউটারের কারণে ইন্টারনেটের গতি এরকম খুব কমে যায়। এই পরিস্থিতিতে বাড়ি থেকে অফিসের কাজ বা কোনও জরুরি কাজ করা খুবই কঠিন হয়ে পড়ে। তা হলে কি কোনও সহজ উপায় আছে? আছে। কিছু সহজ কৌশল জানা থাকলে, এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন।
৫ কৌশল কী কী?
মাইক্রোঅয়েভ
● বাড়ির যেখানে ওয়াইফাই রাউটার রাখবেন, তার কাছাকাছি যেন মাইক্রোঅয়েভ বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র না থাকে। কারণ, ওয়াইফাই রাউটারের কাছাকাছি মাইক্রোঅয়েভ বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র থাকলে সিগন্যাল পেতে সমস্যা হবে।
রাউটার রাখুন কাছাকাছি
● আপনি যেখানে বসে কাজ করেন তার কাছাকাছিই রাউটার রাখতে হবে। মনে রাখতে হবে আপনার কাজের জায়গা থেকে যত দূরত্ব বেশি হবে, রাউটারের সিগন্যাল পেতে সমস্যা হবে। আর একটি বিষয় হল, আপনার কাজের জায়গা ও রাউটারের মাঝে দেওয়াল থাকলে গতি আরও কমবে।
গিগাহার্টজ
● এটা একটা গুরুত্বপূর্ণ সেটিংস। বেশি গতি পেতে রাউটারের ফ্রিকোয়েন্সি ২.৪ গিগাহার্টজের জায়গায় ৫ গিগাহার্টজ রাখুন। এতে কিন্তু রাউটারের সিগন্যালের স্পিড বাড়বে।
নেটওয়ার্ক রিস্টার্ট
● অনেকের জানা নেই, ফোনের নেটওয়ার্ক রিস্টার্ট করলেও রাউটারের গতির সমস্যার সমাধান হতে পারে। ফোনের ‘সেটিংস’-এ গিয়ে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট-এ রিস্টার্ট করার অপশন পাবেন।
রাউটার নতুন না পুরানো
● জানলে ভালো রাউটার খুব পুরানো হলে কিন্তু ওয়াইফাইয়ের গতি কম হতে পারে। তাই রাউটারটি আপডেটেড কি না তা দেখে নেওয়া জরুরি। আবার যে সব রাউটারে এক বা একাধিক অ্যান্টেনা থাকে, তাদের অ্যান্টেনার অবস্থান পরিবর্তন করাও জরুরি। কোনও একটি অ্যান্টেনা জদি লম্বা রাখনে, তাহলে অন্যটি আড়াআড়ি রাখুন। এতে, আপনি ঘরের যে কোনও প্রান্তে থাকা ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করতে পারবেন।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com