![](https://samayupdates.in/wp-content/uploads/2025/01/Parthajit-Gangopadhyay-1.jpg)
পুরস্কার তুলে দিচ্ছেন খগেন্দ্রনাথ মিত্রের পুত্র উৎপল মিত্র।
বাংলা ভাষার চিরায়ত ছোটদের লেখক খগেন্দ্রনাথ মিত্র। ‘ভোম্বল সর্দার’-এর অমর স্রষ্টা তিনি। এক সময় এ বইয়ের অনুবাদ রাশিয়ার স্কুলে স্কুলে পড়ানো হতো। কম করে হলেও দুশো বই লিখেছিলেন খগেন্দ্রনাথ। শিশুসাহিত্যের ইতিহাসও রচনা করেছিলেন। সে বইয়ের নাম ‘শতাব্দীর শিশুসাহিত্য’।
রবীন্দ্রনাথের শিশুসাহিত্য নিয়েও তিনি প্রথম বই লিখেছিলেন। অজস্র গল্প এবং উপন্যাস রচনার পাশাপাশি মনীষীদের জীবনী রচনা করেছেন। ও দেশের বিখ্যাত সব ছোটদের বই বাংলায় অনুবাদ করেছেন। ছোটদের দিকে তাকিয়ে, তাদের ভালোবেসে অনুবাদকর্মেও ব্রতী হয়েছিলেন। ভাবলে বিস্মিত হতে হয়, ছোটদের জন্য একটি সংবাদপত্রের কথা খগেন্দ্রনাথ মিত্র ভেবেছিলেন। প্রকাশ করেছিলেন দৈনিক সংবাদপত্র, ‘কিশোর’।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2025/01/Dwarkanath-Tagor.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১০৮: শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন দ্বারকানাথ
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/02/Sarada-Devi.jpg)
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮২: মা সারদার ভক্ত যোগেন মায়ের কথা
এখন হয়তো পঠিত হয় না, একসময় খগেন্দ্রনাথ মিত্রের বই ছোটদের হাতে হাতে ঘুরত। মূলত তাঁর পরিবারের উদ্যোগে চার-পাঁচ বছর ধরে দেওয়া হচ্ছে ‘খগেন্দ্রনাথ মিত্র স্মারক সম্মান’। গত বছর এই সম্মানে ভূষিত করা হয়েছিল পবিত্র সরকারকে। এ বছর স্মারক-সম্মান দেওয়া হল বিশিষ্ট শিশুসাহিত্যিক ও গবেষক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়কে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2025/01/Mahakavya.jpg)
মহাকাব্যের কথকতা, পর্ব-৯৮: রামানুজ ভরত ও লক্ষ্মণ, আনুগত্যের প্রকাশে দু’জনেই অনন্য
![](https://samayupdates.in/wp-content/uploads/2025/01/Pisach-Pahar_EP-98.jpg)
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৯৮: কপোত-কপোতী
সম্প্রতি লেখক-পুত্র উৎপল মিত্র লেকটাউনের মাণিক্য মঞ্চে আনুষ্ঠানিকভাবে পার্থজিৎবাবুর হাতে স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী তুলে দিয়েছেন। খগেন্দ্রনাথ মিত্র স্মারক-সম্মানে সম্মানিত পার্থজিৎ গঙ্গোপাধ্যায় শিশুসাহিত্যচর্চার পাশাপাশি গবেষণাকর্মেও নিয়োজিত। বিশ্ববিদ্যালয়স্তরে দুটি বৃহৎ গবেষণা করেছেন তিনি। অবনীন্দ্রনাথকে নিয়ে গবেষণার জন্য পেয়েছেন ডক্টরেট উপাধি, বাংলা ছড়ার বিবর্তন নিয়ে উচ্চতর গবেষণার জন্য ডি-লিট সম্মানে ভূষিত হয়েছেন। এই দুটি গবেষণাকর্মের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে এই স্বীকৃতি দিয়েছেন।
![](https://samayupdates.in/wp-content/uploads/2025/01/Khagendranath-Mitra.jpg)
খগেন্দ্রনাথ মিত্র।
শিশুসাহিত্য নিয়ে গবেষণাকর্ম শুধু নয়, ঠাকুরবাড়ি নিয়েও নিরন্তর চর্চা করে চলেছেন। সাময়িকপত্র নিয়েও তাঁর আগ্রহের শেষ নেই। ‘সাময়িকপত্র প্রসঙ্গে’ নামে সাময়িকপত্রের ইতিহাস রচনা করেছেন, আবার ‘শিশুসাহিত্যের সোনালি অধ্যায়’ নামে শিশুসাহিত্যের ইতিহাস রচনা করেছেন। ছোটোদের জন্য ষাটটিরও বেশি বই লিখেছেন। একখণ্ডে প্রকাশিত হয়েছে তাঁর ‘কিশোর রচনাসম্ভার’। সম্মান-প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘বিকল্প নির্মাণ’ সংস্থা।