ছবি: শাকিনী ডাকিনী।
শাকিনী ডাকিনী
‘শাকিনী ডাকিনী’ ২০২২-এর তেলেগু অ্যাকশন-কমেডি ফিল্ম। এটি সুধীর বর্মা পরিচালিত ২০১৭ সালের দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রমিডনাইট রানার্স –এর একটি অফিসিয়াল রিমেক। শালিনী ও দামিনী, দুই পুলিশ প্রশিক্ষণার্থী।
শালিনী ও দামিনী সাব-ইন্সপেক্টর পরীক্ষায় পাশ করার পর ভিন্ন ভিন্ন সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট থেকে অ্যাকাডেমিতে তাদের অন্তর্ভুক্তি হয় এবং ঘটনাক্রমে একই ঘরের রুমমেট এই দুই সহপাঠিনী তাদের পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তাদের ঝগড়া-বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যা প্রায় তাদের বরখাস্তের দিকে নিয়ে যায়। শালিনী ট্রেনিংয়ের সময় আহত দামিনীকে সাহায্য করার পর তাদের বন্ধুত্ব দৃঢ় হয়।
আরও পড়ুন:
মুভি রিভিউ: আবেগের টক-ঝাল-মিষ্টিতে ভরপুর ‘শাদি মে জরুর আনা’
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১০১: খামখেয়ালির গিরীন্দ্রনাথ
এক মধ্যরাতে ক্লাব থেকে হস্টেলে ফেরার পথে রাস্তায় একটি মেয়েকে অপহরণ করার সাক্ষী হয়ে পড়ে তারা এবং তাদের অপেশাদার তদন্ত শুরু করে। ট্রেনিংয়ে যা যা শেখানো হয়েছে তারা হুবহু সেইভাবে এগিয়েও বার বার ব্যর্থ হয়। শেষে গিয়ে সাফল্য আসে।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১২: ক্যাথরিন ম্যান্সফিল্ড ও মিডলটন মারে, এক ভালোবাসাহীন বিবাহ
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৫: ঠাকুরবাড়ির মেয়েরা এবং চলচ্চিত্র
আদ্যন্ত কমেডি ছবি যাতে অ্যাকশন এসেছে কমেডির অঙ্গ হিসেবে। ছবির অনেকটা জুড়ে পুলিশ ট্রেনিংয়ের খুঁটিনাটির সঙ্গে জড়িয়ে থাকা মজা বেশ উপভোগ্য। দামিনী ওরফে ডাকিনীর ভূমিকায় রেজিনা ক্যাসান্দ্রা এবং শালিনী ওরফে সাকিনীর ভূমিকায় নিভেথা টমাসকে বেশ ভালো লাগে। অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেও রেজিনা এমএসসি (সাইকোলজি) আর নিভেথা ব্যাচেলর অফ আর্কিটেকচার। মূল কোরিয়ান ছবিতে দু’জন নায়ককে নিয়ে এই গল্প ছিল যেটি ছবির পরিচালক সুধীর বার্মা দু’জন নায়িকাতে রূপান্তর করেছেন।
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭৬: সুন্দরবনের পাখি—কুরচি বক
উত্তম কথাচিত্র, পর্ব-৩৩: হৃদয়পুরের লক্ষ্যপূরণ ‘কঙ্কাবতীর ঘাট’
২০২২ সালে ভারতীয় চলচ্চিত্র শিল্পে ১৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। এর মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার সর্বমোট অংশীদারিত্ব ৭৮০০ কোটি টাকা মানে ৫২ শতাংশ। তার মধ্যে তামিল সিনেমার ভাগ ছিল ২৯৫০ কোটি টাকা, তেলেগু সিনেমা ২৫০০ কোটি টাকা, কন্নড় সিনেমা ১৫৭০ কোটি টাকা এবং মালায়ালাম সিনেমা ৮১৬ কোটি টাকা। ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ২০২২ সালে বাংলা ছবির সর্বমোট আয় ছিল ১২০.১৫ কোটি টাকা তারমধ্যে প্রজাপতি ১২.১ কোটি, কর্ণসূবর্ণের গুপ্তধন ৯.৭ কোটি, বেলাশুরু ৭.৩ কোটি এবং অপরাজিত ৩.৭৫ কোটি টাকা।
আরও পড়ুন:
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১৪: আমি তাইতে কি ভয় মানি!
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪৬: আলাস্কার আকাশে অহরহ ব্যক্তিগত বিমান ওঠানামা করে
সর্বভারতীয় স্তরে পরিচিত তেলেগু সুপারস্টারেরা হলেন আল্লু অর্জুন, প্রভাস, এনটি রামা রাও জুনিয়র, মহেশ বাবু, রাম চরণ, নাগার্জুনা প্রমুখ। হয়তো-বা ক্রমাগত আর্থিক সাফল্যকে ধরে রাখতে তেলেগু সিনেমায় এখনও নায়কভিত্তিক ছবির প্রচলন বেশি সেখানে ডাকিনী সাকিনী বক্স অফিসে দারুণ সাফল্য না পেলেও অবশ্যই একটি ব্যতিক্রম।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।