শীত হোক বা গ্রীষ্ম বারোমাস শরীর স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই যোগা করে থাকেন। যোগা যেমন শরীর, স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তেমন মন শান্ত রাখতেও সাহায্য করে যোগা। সারাদিনে যোগা করার পর যোগনিদ্রা করলে ৫ ঘণ্টার বিশ্রাম হয়ে যায় মাত্র ২০ মিনিটেই। হ্যাঁ, এটাই সত্যি।
নিজেকে ঘুমন্ত ও জাগ্রত অবস্থার মাঝামাঝি নিয়ে যান। ২০ মিনিটের এই যৌগিক ক্রিয়া আপনার ৫ ঘণ্টা ঘুমের সমতুল হবে। এতে নতুনভাবে জন্ম হবে আপনার। মন হবে শান্ত। তাই যোগা করার পর সুদর্শন ক্রিয়া ও যোগনিদ্রা করুন। এই ক্রিয়া কেন করবেন? এতে আপনার কী উপকার হবে? যোগনিদ্রাই বা কেন করবেন? বিস্তারিত জানুন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন: