বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

একেবারে দোরগোড়ায় পুজো। এর মাঝে খারাপ খবর হল, পুজোর আগেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ভ্রুকুটি থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, মহালয়ার পরেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে।
তবে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আবহাওয়া দফতর এখনও সবিস্তারে জানায়নি। তবে বলা হয়েছে, বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। তাই আপাতত দিন কয়েক বৃষ্টি চলবে।
শুক্রবার উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৮: সুচেতার স্বপ্ন

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৬: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ছাগল ক্ষুরি ও ধানি ঘাস

সাধারণত প্রতি বছর ১০ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলা থেকে বিদায় নেয়। তবে এ বছরে বাংলায় মৌসুমি বায়ু আরও কয়েক দিন থাকতে পারে। এমনই মনে করছেন আবহবিদেরা। সে ক্ষেত্রে পুজোতেও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৯: শাসক বেকায়দায় পড়লেই প্রতিপক্ষকে সন্ধির প্রতিশ্রুতি দেয়, যদিও রাজনীতিতে সে সব মানা হয় না

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি খুইয়ে দুর্বল হয়েছে। বৃহস্পতিবারই এমনটা জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ছত্তীসগঢ় থেকে উত্তর মধ্যপ্রদেশ পর্যন্ত আপাতত সক্রিয় রয়েছে। সে ধীরে ধীরে দক্ষিণ দিকে এগোচ্ছে। অন্য দিকে, একটি অক্ষরেখা মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৩: বেলুড়মঠে শ্রীমায়ের অভিনন্দন

আপাতত অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে বিদর্ভ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এই দু’য়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে। তাই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮১: তথাকথিত পরিচয়হীন প্রতিভার মূল্যায়ন কী শুধুই সাফল্যের নিরিখে সম্ভব?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

আবহাওয়া দফতর সতর্ক করেছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে। জলঢাকা, তিস্তা, সঙ্কোশ, তোর্সার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। তাই পথচারী এবং গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া দফতর। শুক্রবার দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হতে পারে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content