![](https://samayupdates.in/wp-content/uploads/2024/07/weather-1.jpg)
ছবি: প্রতীকী।
কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে। কখনও বৃষ্টি বেশি হয়েছে, কখনও কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণের দু’টি জেলায় লাল সতর্কতা জারি করেছি আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ উপকূলে অবস্থান করা নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। গত ছ’ঘণ্টায় নিম্নচাপের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার। নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশ এবং পার্শ্ববর্তী গাঙ্গেয় বঙ্গের উপর। একই মুহূর্তে ক্যানিং থেকে উত্তর-পূর্ব দিকে ৯০ কিলোমিটার এবং কলকাতা থেকে পূর্ব-উত্তর পূর্ব দিকে ১০০ কিলোমিটার দূরে নিম্নচাপ অবস্থান করছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগীয়ে যাবে। এর পর ক্রমশ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/08/Girishchandra-Ghosh.jpg)
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৬৫: মিনার্ভা ছেড়ে আবার ক্লাসিক থিয়েটারে ফিলেন গিরিশচন্দ্র
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/08/Sundarban-Cover-1.jpg)
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণ হবে। লাল সতর্কতা জারি করা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওই দুই জেলায়। কোনও কোনও এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। শনিবার বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/09/rabindranath.jpg)
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৯: ভারতের বিপ্লবী মেয়েরা এবং অন্তরে রবীন্দ্রনাথ
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/09/Samay-Updates_Pic.jpg)
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৫২: পুলক রাখিতে নারি (কেল)
রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে । দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/08/Joseph-Conrad-and-Jessie-George.jpg)
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/09/Hello-Babu-EP46.jpg)
রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৬: দুবেজিকে নিয়ে ধৃতিমানের অনুমান সত্যি
গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/01/Uttam-Kumar-2-1.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/09/Gita-EP9-1.jpg)
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১০: মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ’রে
শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় বঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। সেই তালিকায় আছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শনিবার উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে, এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।