রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


সারদার পাঁচ ভাই প্রসন্ন, উমেশ, কালীকুমার, বরদাপ্রসাদ এবং অভয় গ্রামের পাঠশালায় পড়তে যেতেন। সে-সময় স্ত্রীশিক্ষার তেমন প্রচলন সমাজে ছিল না, গ্রামে তো নয়ই। কিন্তু সারদা মায়ের আজীবন শিক্ষার প্রতি অনুরাগ ছিল। তাই তিনি ছোটবেলায় ভাইদের সঙ্গে মাঝে মাঝে পাঠশালায় যেতেন। সেখানে কিছু অক্ষরজ্ঞান হয়েছিল। বিবাহোত্তর কালে মা আর ঠাকুরের মেজ দাদা রামেশ্বরের মেয়ে লক্ষ্মীমণির সঙ্গে বর্ণপরিচয় পড়তেন।

Skip to content