ছবি: প্রতীকী।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্চন্নকনো কোনও এলাকায় বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবারও দুর্যোগের সম্ভাবনা থাকছে। হাওয়া দফতর উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা থাকছে। আগামী দু-তিন দিনের মধ্যে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৪: স্বার্থান্বেষীকেও চিনতে শেখায় এই গ্রন্থ
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছে।
আরও পড়ুন:
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: সরলাদেবী—নির্ভীক এক সরস্বতী
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৬: আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি
উত্তরবঙ্গেরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ
পঞ্চমে মেলোডি, পর্ব-৭০: জন্মান্তরের সুরসাধক আরডি বর্মন
মঙ্গলবারও উত্তাল থাকবে সমুদ্র। হাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৯.৬ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাকিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।