কাঁচা অবস্থায় রং থাকে সবুজ আর পাকলে হলদে বা বাদামি রঙের হয়। ৮ থেকে ১০ মিলিমিটার লম্বা ও চার থেকে পাঁচ মিলিমিটার চওড়া ফলগুলো রসালো আর ফলের গায়ে লম্বালম্বি ভাবে ছয় থেকে দশটি ভাঁজ থাকে। তবে ফল দুটি অংশ নিয়ে গঠিত। আর প্রতি অংশে থাকে দুটি করে বীজ। জলে ভেসে বীজ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। টাগরি বানি গাছ মূলত জ্বালানি হিসেবে স্থানীয় মানুষ ব্যবহার করে তবে অনেক সময় বেড়া দেওয়ার কাজে বা চামচ তৈরি করতে এর কাঠ ব্যবহৃত হয়।
লৌকিক চিকিৎসা
● সুন্দরবন এলাকার মানুষ পেট ব্যথা হলে টাগরি বানি পাতার রস খায়।—চলবে।