শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


পথে হল দেরি ছবিতে সুচিত্রা সেন, উত্তম কুমার ও ছবি বিশ্বাস।

প্রতিভা বসুর কাহিনি অবলম্বনে অগ্রদূত গোষ্ঠী শুটিং করছিলেন ‘পথে হলো দেরি’ ছবির। এই ছবিটি প্রথম বাংলা রঙিন ছবি। সিঁথির মোড়ে এমপি স্টুডিয়োতে ছবিটির শুটিং চলছিল। ছবিটির তারকাদের মধ্যে ছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, অনুপ কুমার, জহর গঙ্গোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, পাহাড়ি সান্যাল প্রমুখ শিল্পী।
তেমনই একদিনের শুটিংয়ের কথা বলছি। বেলা বারোটা বেজে গিয়েছে অথচ ছবি বিশ্বাস আসছেন না। কিন্তু শটে ছবি বিশ্বাসকে অত্যন্ত প্রয়োজন। ছবি বিশ্বাসের বাড়িতে ফোন করা হল। সেখান থেকে জানানো হল উনি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। দেড়টা নাগাদ ছবি বিশ্বাস ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের সিঁথির মোড়ের এমপি স্টুডিয়োতে এসে ঢুকলেন। ছবিটির অন্যতম সহকারী পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় ছবি বিশ্বাসকে জিজ্ঞাসা করলেন “ছবিদা এত দেরি হল?” ছবি বিশ্বাস গাড়ি থেকে নেমে বললেন, “আরে তোদের ছবির নামই তো হল পথে হল দেরি”।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫৬: প্রথমে ‘সাড়ে চুয়াত্তর’ ছবির বিজ্ঞাপনে উত্তম কুমারকে খুঁজেই পাওয়া যায়নি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৪: লোকশিক্ষক মা সারদা

ততক্ষণে ছবি বিশ্বাসের কাছাকাছি চলে এসেছেন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা। তখন বিভূতি লাহাকে ছবি বিশ্বাস জানালেন, “আসলে কি হয়েছে জানিস! ডাইরিটা আনতে ভুলে গিয়েছি, কোথায় শুটিং জানি না। চলে গেলাম এঁড়েদায় সুরেন সরকারের ইস্টার্ন টকিজে। সেখানে দুটো ছবিতে কাজ করছিলাম তারা আমায় কোনও কিছু বলে না। তারপর লাঞ্চের সময় সুরেন সরকার বললেন, আপনি খাবেন তো ছবিদা”।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— আমুর ও গোশিঙা

ছবি বিশ্বাসের তখন সন্দেহ হয়, “তা আমি কি ভুল লাইনে এসে ডিরেল্ড হয়ে গিয়েছি, জিজ্ঞাসা করলাম আমার কি এখানে শুটিং নেই? উনি বললেন—আজ নয়। তখন তোমাদের কথা মনে হল। আমি পাঁচ মিনিটের মধ্যে মেক-আপ করে আসছি। ঠিক সিডিউল তুলে দেবো”। তুলেও দিয়েছিলেন ছবি বিশ্বাস।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৫: প্রথম ভারতীয় সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন পরীক্ষায় পাশই করবেন না

১৯০০ সালের ১৩ জুলাই, এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই লেখার মধ্য দিয়ে এই বরেণ্য নটকে আমরা জানাচ্ছি আমাদের সশ্রদ্ধ প্রণাম। তিনি মঞ্চ এবং পর্দা দু’জায়গাতেই অপ্রতিদ্বন্দী নট ছিলেন তাঁর সময়ে।
* পর্দার আড়ালে (Behind the scenes) : ড. শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বিশিষ্ট অধ্যাপক ও অভিনেতা।

Skip to content