![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/OTT.jpg)
ছবি: প্রতীকী।
অতিমারি পর্বে ঘরবন্দি থাকতে থাকতে যে সমস্ত অভ্যাস আমাদের জরুরি সময়ের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে তার মধ্যে একটি হল টেলিভিশনের প্রতি বাড়তে থাকা আসক্তি। সিনেমা কিংবা মুচমুচে ধারাবাহিকের পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নানা ওয়েব সিরিজের প্রতি এখন আট থেকে আশি, সকলের আকর্ষণ বেড়েছে। অথচ এই আসক্তির ফলে যেমন কোনও সুফল তো মিলছেই না উপরন্তু ঘটছে স্বাস্থ্যহানি, তেমনই মানসিক দিক থেকে তৈরি হচ্ছে একাধিক জটিলতা।
লাগাতার একটার পর একটা পর্ব দেখতে দেখতে সারা রাত কোথা দিয়ে কেটে যায়। অনেকসময় তার হদিশও পাওয়া যায় না। কিন্তু এর ফলে অনিদ্রা, চোখে অস্বস্তি, কাজের প্রতি অনীহা, ওজন বেড়ে যাওয়া, মানসিক নানা দোলাচল, স্নায়ুর রোগ প্রভৃতি আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। টেলিভিশনে বা ওয়েব সিরিজের প্রতি এই আসক্তি কমিয়ে আনতে বিশেষজ্ঞরা কিছু সহজ উপায়ের কথা বলছেন।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Chunilal-Basu.jpg)
স্বামী বিবেকানন্দ জীবন বদলে দিয়েছিলেন বিজ্ঞানী বন্ধু চুনিলাল বসু-র
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Mahakavya_69CR.jpg)
মহাকাব্যের কথকতা, পর্ব-৬৯: মহাভারতে ছড়িয়ে আছে অসংখ্য আখ্যান-উপাখ্যান, তেমনই একটি সম্বরণ ও তপতীর কাহিনি
অবশ্যই মাথায় রাখুন
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/08/Ramakrishna-2.jpg)
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্তনারী মা সারদা
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Golpokathai-Thakurbari-EP341.jpg)