কম্বু চা
● কম্বু চা বিশেষ ভাবে প্রস্তুত এক ধরনের চা। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে। গ্লুকোরনিক অ্যাসিড, ভিটামিন বি, পলিফেনল ইত্যাদি নানান স্বাস্থ্যবর্ধক উপাদান রয়েছে। কম্বু চা বিশেষ ভাবে ব্যাক্টিরিয়া এবং ইস্ট সহযোগে তৈরি হয়। এই পানীয় খেলে দেহের জড়তা দূর করতে বিশেষ সাহায্য করে।
আখের রস
● খুবই সহজলভ্য একটি পুষ্টিকর প্রাকৃতিক পানীয় হল আখের রস। এতে থাকা আয়রন, প্রোটিন, পটাশিয়াম এবং নানা জরুরি পরিপোষক পদার্থ রয়েছে। এই সব উপাদান শরীরকে সতেজ রাখতে সাহায্যে করতে পারে খুব অল্প সময়েই। আখের রস শুষ্কতা, জড়তা এবং পাচনতন্ত্রের নানা সমস্যা দূর করে।