![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/weather-updates.jpg)
ছবি: প্রতীকী। সংগৃহীত।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বর্ষা ঢুকেছে। শুক্রবারই আলিপুর আবহাওয়া দফতর সে কথা জানিয়ে দিয়েছিল। তবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন ততটা বৃষ্টির পূর্বাভাস নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর এর জন্য কোনও সতর্কতা জারি করেনি। যদিও উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সকাল সাড়ে ১০টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতর একটি বুলেটিন প্রকাশ করেছে। শয়েই বুলেটিনে জানানো হয়েছে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Hello-Babu-EP34.jpg)
রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৩৪: প্রেমিকা রীনার জন্য সারাটা জীবন নষ্ট হয়ে গেল প্রলয়ের
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Sundarban-EP-53Cover.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা
রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি শনিবারের পর থেকে আর বৃষ্টি হবে না পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Pisach-Pahar-EP70.jpg)
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭০: পাভেল কোথায়?
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/02/Sarada-Devi.jpg)
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫১: জয়রামবাটির যথার্থ রক্ষয়িত্রী
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কিছুটা কমেছে। শনিবার এবং রবিবারও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। এই দু’দিন বৃষ্টি তুলনামূলক কম হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। কোনও কোনও অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে আবার বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে এখনই আর বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Panchatantra-EP46.jpg)
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/monsoon.jpg)
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৪: পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে
শুক্রবার দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে বর্ষা ঢুকেছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমেও বর্ষা ঢুকে পড়েছে। তবে হাওয়া দফতর জানিয়েছে, বর্ষা ঢুকলেও এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। এখন উত্তরবঙ্গের উপরে একটি অক্ষরেখা অবস্থান করছে। তাই বঙ্গোপসাগর দিয়ে ঢোকা জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে আর্দ্রতা বৃদ্ধি করছে, আবার উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে।