![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/heat_wave.jpg)
ছবি: প্রতীকী।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত গরম কমছে না। আরও কিছু দিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর এও জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ওই তিন জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও দেরি আছে। বর্ষা প্রবেশের আগে বঙ্গবাসীকে আরও এক দফা গরমে পুড়তে হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় গত কয়েক দিন ধরেই আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে, তবে এর জন্য গরম থেকে মুক্তি মেলেনি। এমন পরিস্থিতিতে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনেও পরিস্থিতি তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং তাপমাত্রার পারদ আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পেতে পারে। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনেও পরিস্থিতি তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং তাপমাত্রার পারদ আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পেতে পারে। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/boomerang.jpg)
মুক্তি পেল জিৎ-রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Aiyaary.jpg)
মুভি রিভিউ: নীরজ পাণ্ডের ‘আইয়ারি’ মনোজ-সিদ্ধার্থের যুগলবন্দি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কোনও কোনও এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সেই সব জায়গায় প্রচণ্ড গরম থাকবে। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। পাশাপাশি শনিবার বিকালের পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/12/Samay-Updates_Harano-sur.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Kusumkumari-Das.jpg)
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৬: কুসুমকুমারী দাশ—লক্ষ্মী সরস্বতীর যুগ্ম মূর্তি
দক্ষিণবঙ্গে তাপমাত্রা যে ধীরে ধীরে বেড়েছে, তা বোঝা গিয়েছে শুক্রবার থেকেই। দক্ষিণবঙ্গ জুড়ে গরমে জেরবার অবস্থা। বাতাসে আর্দ্রতার জন্য অস্বস্তিও অনেকটাই। শনিবারেও এই পরিস্থিতির পরিবর্তন হবে না। কলকাতাও অসহনীয় গরমে কাহিল। শনিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রারর পারদ যথাক্রমে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/08/Ramakrishna-2.jpg)
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৯: রসিক স্বভাব মা সারদা
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Health-4.jpg)
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?
এদিকে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তাই সেখানকার আবহাওয়াও মনোরম। শনিবার উত্তরবঙ্গের সব জেলা ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে কেরল হয়ে বর্ষা ঢোকার করার কথা ছিল। তবে এক দিন আগেই বর্ষা প্রবেশ করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছিল, সব ঠিকঠাক চললে বাংলায় জুনের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বর্ষা ঢুকতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর দু’তিন দিন দেরি হতে পারে। এমনটাই আবহবিদদের একাংশ মনে করছেন। মৌসুমি বায়ুর প্রবাহ কমে যাওয়ার জন্যই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। এর মাঝেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছিল, সব ঠিকঠাক চললে বাংলায় জুনের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বর্ষা ঢুকতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর দু’তিন দিন দেরি হতে পারে। এমনটাই আবহবিদদের একাংশ মনে করছেন। মৌসুমি বায়ুর প্রবাহ কমে যাওয়ার জন্যই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। এর মাঝেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল দক্ষিণবঙ্গে।