![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/boomerang.jpg)
জিৎ-রুক্মিণী।
বহুপ্রতীক্ষিত রোবোকম বুমেরাং আজ কলকাতা শহর ও জেলায় মুক্তি পাচ্ছে। নির্মল হাস্যরস আর ভরপুর বিনোদন মেশানো এই ছবি একত্রে প্রায় কমবেশি ১৪০টি হলে মুক্তি পাচ্ছে। সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সের দর্শককে একসঙ্গে আকর্ষণ করার ক্ষমতা রেখেছে সৌরভ কুণ্ডু পরিচালিত ছবি বুমেরাং। ২০১৮ সালে নাট্যদল লোককৃষ্টি পুনরায় রুবি রায় নাটকটি মঞ্চস্থ করেন। ২০১৮ থেকে ২০২৩ টানা এই নাটক অসংখ্য নাট্যমোদী মানুষের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছিল। মঞ্চে এই প্রথম রোবট নিয়ে গড়ে ওঠা এই নাটকের রচয়িতা সাহিত্যিক জিৎ সত্রাগ্নি, যিনি সময় আপডেটস-এ ২০২২-এর জানুয়ারি মাস থেকে নিয়মিত ধারাবাহিক দুই বাংলার পটভূমিকায় ‘বসুন্ধরা এবং…’ উপন্যাসের ১ম, ২য় এবং ৩য় খণ্ডের রচয়িতা।
এই ছবি নিয়ে প্রথম সাক্ষাৎকারে পরিচালক সৌরভ ‘সময় আপডেটস’-এ বলেছিলেন বুমেরাং আট থেকে আশি সকলকে একসঙ্গে খুশি করবে। সৌরভের ছবি সুইটজারল্যান্ড বা আয় খুকু আয় বাংলা ছবির দর্শককে এই অন্য গল্পের স্বাদ দিয়েছিল। ‘বুমেরাং’-এ সৌরভ একত্রে নিয়ে আসছেন হাসি আর দুরন্ত চমকের দুর্দান্ত মিশেল। উড়ন্ত সুপারবাইক আর ঝুলন্ত রোবট নিয়ে আদ্যন্ত পারিবারিক কমেডি ছবি ‘বুমেরাং’।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Basundhara-P3-Ep20.jpg)
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং…৩য় খণ্ড, পর্ব-২০: অনিরুদ্ধ চাইলেই সুমনাকে ছেড়ে নতুন বৌ নিয়ে সংসার করতে পারবে না
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Sundarban-EP51D.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল
এই ছবিতে রুক্মিণী মৈত্র তার পূর্ববর্তী সব ছবিকে ছাপিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। বাংলা ছবির নিয়ন্ত্রিত বাজেটে ভিএফএক্স-এর কাজ যথেষ্ট আকর্ষণীয় বলে দর্শক মহলের মতামত। বিনোদনমূলক ছবিতে সুপারস্টার জিৎ নিজের গড়া ইমেজ থেকে একেবারে বাইরে বেরিয়ে এসে একজন আত্মভোলা সায়েন্টিস্ট-এর ভূমিকায় অসাধারণ কমেডি অভিনয় করেছেন। সুপারস্টার জিৎ এবং দ্বৈত চরিত্রে নায়িকা রুক্মিণী মৈত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন রজতাভ দত্ত খরাজ মুখোপাধ্যায় অম্বরিশ ভট্টাচার্য বিশ্বনাথ বসু দেবচন্দ্রিমা প্রমুখ প্রসিদ্ধ অভিনেতা-অভিনেত্রী।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/12/Samay-Updates_Harano-sur.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/Basu-Poribar.jpg)
পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?
‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’ এবং ‘জিৎস ফিল্ম ওয়ার্ক্স’-এর ব্যানারে এ ছবির প্রযোজক স্বয়ং জিৎ, গোপাল মাদনানী ও অমিত জুমরানি। চিত্রগ্রহণ মানস গঙ্গোপাধ্যায় সম্পাদনা সুজয় দত্ত রায়। সংগীত নীলায়ন চট্টোপাধ্যায়। কার্তিক দাস বাউলের গাওয়া বুমেরাং-এর টাইটেল ট্র্যাক যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এছাড়াও সোনু নিগমের গাওয়া অদ্বিতীয়া গানটি মানুষের মুখে মুখে ফিরছে। এ ছবির আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন সঞ্জয় সলিল চৌধুরী। পরিচালক সৌরভ কুন্ডুর সঙ্গে চিত্রনাট্য রচনা করেছেন সুগত সিনহা এবং সেলিম।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Panchatantra-EP46.jpg)
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Health-4.jpg)
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?
বাংলাতে এখন ডার্ক ভায়োলেন্ট ছবি তৈরির একটা প্রচলন হয়েছে। একটানা বহু ছবি হয়েছে বিবাহবহির্ভূত সম্পর্ককে ঘিরে। সারা পৃথিবীতে এসবই সিনেমার খুব পরিচিত বিষয়বস্তু। কিন্তু এসবের বাইরে গিয়ে দৈনন্দিন জীবনযাত্রায় ক্লান্ত মানুষ একটু বিনোদন চান। একঝলক হাসি মজা জমজমাট মুক্তি পেতে বহুদিন পর বুমেরাং একটি নিটোল হাসির ছবি।