রবিবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

তীব্র গরমে জেরবার অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির। এর মধ্যেই ভাল খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন তিনেকের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের কোনও কোনও এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে বর্ষা ঢুকেছে। এখন সে উত্তর-পূর্ব ভারতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশির ভাগ এলাকাতেই বর্ষা ঢুকে পড়ছে। হাওয়া দফতরের অনুমান আগামী দু’-তিন দিনে তা হিমালয় পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং সিকিমেও বর্ষা ঢুকে পড়তে পারে। কারণ সেরকম উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। এ বার ঘূর্ণিঝড় রেমালের জন্যে একটু আগেই বর্ষা ঢোকার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। যদিও বর্ষা না ঢোকা পর্যন্ত বলা যাবে না যে, বাংলাতে আগে না পরে আসছে তার আগমন ঘটল
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৩০: তাহলে ট্রেন টিকিটের সেই এম-২৫ কে?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশের পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে চলে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্র জলীয় বাষ্প ছুটে আসছে। ফলস্বরূপ উত্তরবঙ্গের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৩: মহাভারতে উল্লিখিত মিথ্যাশ্রয়ের প্রাসঙ্গিকতা কী আজও আছে?

আবহাওয়া দফতরের পূ্র্বাভাস অনুযায়ী, বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। এই সব জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। এই সব জায়গায়ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আগামী রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরেও। আগামী সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রার পারদের তেমন হেরফের হচ্ছে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না। আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিনও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। ভোটগণনার দিন অর্থাৎ আগামী মঙ্গলবার, ৪ জুনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Skip to content