ছবি: প্রতীকী।
মহিলা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ঘোষণা করেছে ইন্ডিগো এয়ারলাইনস। এ বার থেকে মহিলাযাত্রীরা চাইলে ইন্ডিগো এয়ারলাইনসের বিমানের টিকিট বুকিং করার সময় অন্য মহিলার পাশের আসনটি বুক করতে পারবেন। ইন্ডিগো ইতিমধ্যে এই নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে।
অনেক সময়ই বিমানে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সেই সব ঘটনা আবার সংবাদ শিরোনাম হয়। ২০২৩ সালে দিল্লিগামী এক বিমানে সহযাত্রী জনৈক ব্যবসায়ীর কাছ থেকে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন একজন মহিলা। ওই মহিলা দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। ওই বিমানটি নিউ ইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানের সেই সহযাত্রী মত্ত অবস্থায় ওই মহিলার সামনে যৌনাঙ্গ প্রদর্শন করেন। এমনকি তাঁর গায়ে প্রস্রাবও করেন বলে অভিযোগ ওঠে। গত বছর এই রকম বেশ কয়েকটি ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছিল। তাই বিমানে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো এয়ারলাইনস।
আরও পড়ুন:
ঝুলে থাকলে কি শিশুরা আদৌ লম্বা হয়? এই ধারণা কি ঠিক?
বাড়তি ওজন কমাতে চান? রান্নাঘরের কোন চারটি মশলা খেলেই ঝরবে মেদ?
বিমান সংস্থা তাদের ঘোষণায় জানিয়েছে, মহিলারা যাত্রীরা চাইলে ওয়েব চেকিংয়ের সময়ই অন্য মহিলার পাশের আসনটি বেছে নিতে পারবেন। পরিবারের সঙ্গে ভ্রমণ এবং মহিলারা একা সফর করার সময় দুই ক্ষেত্রেই এই সুবিধা পাবেন। তবে এই সুবিধা কবে থেকে কার্যকর হবে সে বিষয় ইন্ডিগো এয়ারলাইনস বিস্তারিত কিছু জানায়নি। বিমান সংস্থার এই সিদ্ধান্তটি এখনও ‘পাইলট মোড’-এ রয়েছে বলে খবর।