বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এর জের সমুদ্রও উত্তাল হতে পারে। সমুদ্রের উপরে হাওয়া বইতে পারে ১০০ কিলোমিটার বেগে। আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহান্তে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। নিম্নচাপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের জন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং পার্শ্ববর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও উত্তর-পূর্বে সরে গিয়েছে। এই মুহূর্তে তা পশ্চিম-মধ্য এবং পার্শ্ববর্তী দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আগামী শুক্রবার ভোর নাগাদ নিম্নচাপে পরিণত হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এর পর আরও উত্তর-পূর্ব দিকে ক্রমশ এগোতে এগোতে নিম্নচাপ ঘনীভূত হবে। আগামী শনিবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষমেশ যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে রবিবার ২৬ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, অসমের আলো অন্ধকার, পর্ব-২১: গুয়াহাটি শহরের গল্পগাথা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

নিম্নচাপের জেরে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া এবং হুগলিতে। ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার এই সব ক’টি জেলায় হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

ভোটস্য পরিবেদনা

বৃহস্পতিবার রাত থেকেই সমুদ্র উত্তাল হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বইতে পারে বেগে ঝোড়ো হাওয়া।আগামীকাল শুক্রবার তার ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে হতে পারে ৭০ কিলোমিটার পর্যন্ত। শনিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আগামী রবিবার সকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। ২৫ মে শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝড় হাওয়ার গতিবেগ থাকবে পারে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

শুক্রবার সকালেই নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই কারণে আলিপুর আবহাওয়া দফতর আগাম সতর্কতা হিসেবে মৎস্যজীবীদের সাবধান করেছে। ইতিমধ্যে যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে বারণ করেছে হাওয়া দফতর। আগামী ২৬ মে, রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

Skip to content