বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

তীব্র দাবদাহে জেরবার বঙ্গবাসী। এই প্যাচপ্যাচে গরম এখনই কমবে না। উলটে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৭.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ৩৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ হবে না। তবে সারা দিন তীব্র গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আজও গরমের হাত থেকে বাঁচতে পারবে না কলকাতা ও হাওড়া। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দফতর বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

ঘুম থেকে উঠেই জল খান? কিন্তু বহু দিনের এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার পারদ এক-দু’ ডিগ্রি কমতে পারে। তবে দিন দুয়েক পরে আবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। দিন দুয়েক পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু’ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তবে তাপপ্রবাহের পরিস্থিতি একই রকম বজায় থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে আবহাওয়া গরম এবং শুকনো থাকার সম্ভাবনাই বেশি।

Skip to content