![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Heat6-wave.jpg)
ছবি: প্রতীকী।
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের গরমে বিধ্বস্ত। কয়েকটি জেলার অবস্থা বেশ খারাপ। আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে। সারা দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৮.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। বৃহস্পতিবার রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মেদিনীপুরে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৫.১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/04/Cough-and-Sneeze.jpg)
এসি ঘর থেকে বেরোলেই টানা হাঁচি-কাশি হয়েই চলেছে? এই ৩ টোটকায় রয়েছে সমাধান
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/04/Sundarban-5-1.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ
তবে তীব্র দহনের মধ্যে দক্ষিণবঙ্গের ১০টি জেলা হালকা বৃষ্টিতে ভিজতে পারে। সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। মঙ্গলবার এই তিন জেলার ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা-সহ দক্ষিণের মোট ১০টি জেলায় বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/04/Mankumari-Basu.jpg)
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২০: মানকুমারী বসু—সাহিত্য জগতের উজ্জ্বল রত্ন!
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/11/Sarada-Maa.jpg)
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪২: শ্রীমার ভাইপো খুদি
বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না, এমনটাও আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। উল্টে রাজ্য জুড়ে চলতি সপ্তাহে আরও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। আর আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৬ ডিগ্রি বেশি থাকবে। এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ারের বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ারের বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।