রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গে নববর্ষের প্রথম দিন রবিবারও বেশ গরম ছিল। এদিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৭.৯ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশিই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার কোনও আশা নেই।
আবহাওয়া দফতর পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আগামী কয়েক দিনে কালবৈশাখী বা ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হাওয়া দফরের এই পূর্বাভাস মিলে গেলে বৈশাখের প্রথম সপ্তাহেই রাজ্যের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। এই তাপমাত্রা সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি।
আরও পড়ুন:

গরমের দিনে ত্বকের যত্নে বেসন কী ভাবে ব্যবহার করবেন?

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

এখনই দক্ষিণবঙ্গে এরকম তাপমাত্রা নিয়ে আবহবিদদের মত হল, এই সময়ে পশ্চিমবঙ্গে দেশের পশ্চিমের রাজ্যগুলি থেকে শুষ্ক হাওয়া ঢোকে। ফলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাও বাড়বে। সে জন্য বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

তবে উত্তরবঙ্গের জন্য ভালো খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট। হাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের আট জেলায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট হবে। ওই দিন এই তিন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Skip to content