শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখী হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে রবিবার ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুই বর্ধমান জেলাতে। এ-ও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যদিও রবিবার ঝড়বৃষ্টির পর ওই সাত জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ কমতে পারে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর সাময়িক ভাবে দহনজ্বালা থেকে স্বস্তি মিলতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকবে। সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

রোগা হতে স্যালাড খাচ্ছেন? ডায়েটে রসুন ও কাবলি ছোলা আছে তো?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে। এর জেরে বায়ুমণ্ডলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে। হাওয়া দফতরের বক্তব্য, জলীয় বাষ্পের অভাবে এবং পশ্চিমাংশ থেকে আসা শুষ্ক হাওয়া এবং গরম বায়ু, এই তিন কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না। বলে জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু ঘূর্ণাবর্তের ফলে নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

‘রামায়ণ’-এ সঙ্গীত পরিচালনা করবেন দুই অস্কারজয়ী, এক জন ভারতীয়, অন্য জন বিদেশি, কারা তাঁরা?

কালবৈশাখীর জন্য ওই ৭টি জেলাতেই আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এমনই জানিয়েছে হাওয়া দফতর।

Skip to content