শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

দোলের সন্ধ্যায় ভিজল কলকাতা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ কোনও কোনও এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি প্রায় একই থাকবে। এমনকি, আগামী কয়েক দিন তাপমাত্রার পারদও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে বলা হয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সোমবার রাত থেকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে বিক্ষিপ্ত ভাবে হতে পারে। হাওয়া দফতরের এমনই পূর্বাভাস রয়েছে। এও জানানো হয়েছে, আগামী পাঁচ দিন আবহাওয়া একই রকম থাকবে। আবার এপ্রিলের প্রথম দিন থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন:

অন্য লড়াই: এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি

চোখ বাঁচিয়ে রং খেলুন

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আবার বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে বাংলায় বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প হু হু করে প্রবেশ করছে। এই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে বৃষ্টির হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এমনকি, কয়েকটা দিন বাদে কমবেশি ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকছে ৩৪ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন পারদ ছিল ২৫.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবারের থেকে তাপমাত্রার পারদ সামান্য বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

ত্বকের ক্ষতি না করে সাবধানে রং খেলার ১০টি জরুরি পরামর্শ

আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। সোমবার এবং মঙ্গলবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বুধবার থেকে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে।

Skip to content