শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

সোমবার দোলপূর্ণিমা। মঙ্গলবার হোলি উৎসব। এর মাঝেই রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামীকাল রবিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলিতে। রবিবার এই চার জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন:

গ্যাস-অম্বল নিত্যসঙ্গী? চোঁয়া ঢেকুর থেকে বাঁচতে সকালের পাতে রাখুন এই সব খাবার

৪৩ দিনের লড়াই শেষ, প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, শোকস্তব্ধ টলিউড

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। এই সব ক’টি জেলায় আগামী বুধবারও একই ভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

হেলদি ডায়েট: নিয়মিত ওটস না খাওয়ার পাঁচ কারণ

এ প্রসঙ্গে আবহবিদেরা জানাচ্ছেন, গাঙ্গেয় বঙ্গের উপর এই মুহূর্তে একটি অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে রাজ্যে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই ফের বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে একাধিক জেলায়।

আবহাওয়া দফতর এও জানিয়েছে, বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদও কিছুটা বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েক দিনের মধ্যে এই তাপমাত্রার পারদ ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

Skip to content