বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

মেটা নিয়মিত অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। মূলত হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সংস্থাটি হরেক রকম সুযোগসুবিধা নিয়ে হাজির হয়। হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীরা বুধবার সকাল থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষ করেন। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াট্সঅ্যাপ-এর চ্যাট বক্সটি অন্য রকম দেখতে হয়ে গিয়েছে।
চ্যাট বক্সের উপর থাকা সবুজ রঙের টুল একেবারে নীচে চলে এসেছে। অর্থাৎ চ্যাটলিস্টে থাকা নাম, স্টেটাস বা ফোনের ইতিহাস— সবই হোয়াট্সঅ্যাপ-এর চ্যাট বক্সের নীচে চলে এসেছে। যদিও এ নিয়ে হোয়াট্সঅ্যাপ বিটা সংস্থা জানিয়েছে, এই ফিচার কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। মূলত পরীক্ষামূলক ভাবে এই ফিচার চালু করা হয়েছে। যদিও এই সুবিধা বা ফিচার সব ফোনে পাওয়া যাবে না।
আরও পড়ুন:

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে শাহেনশার!

এই মুহূর্তে এই নতুন ফিচারটি পাওয়া যাবে হোয়াট্সঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েডের ২.২৪.৬.১৬ ভার্সনে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরের সপ্তাহে আরও কিছু ব্যবহারকারীর ফোনে এই সুবিধা পাওয়া যাবে। যদিও আগে থেকেই আইফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। তাই আইফোন ব্যবহারকারীদের হোয়াট্সঅ্যাপে নতুন করে কোনও বদল হয়নি।

Skip to content