বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


মিঠুন চক্রবর্তী।

স্বাস্থ্যের উন্নতি হলেও মহাগুরু এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার বিকেলে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছেন। সেখানেই জানানো হয়েছে, অভিনেতা রবিবার ছুটি পাচ্ছেন না। মিঠুন চক্রবর্তী ব্রেনস্ট্রোকে আক্রান্ত। শনিবার তাঁকে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। মিঠুন চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।
রবিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ‘‘মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে। তাঁর পরিস্থিতি স্বস্তিদায়ক। তিনি সম্পূর্ণ সজাগ এবং সক্রিয়। তাঁর পারিপার্শ্বিক বিষয়েও তিনি ওয়াকিবহাল।’’ তবে মিঠুন চক্রবর্তী এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বলে জানা গিয়েছে। আজকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, অভিনেতাকে রবিবার নরম খাবার দেওয়া হয়েছে। এখনও মিঠুন আরও শারীরিক পরীক্ষা নিরীক্ষাও বাকি আছে। সেই সব পরীক্ষা করে দেখা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মিঠুনের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসকেরা। সেই সব পরীক্ষা হয়ে গেলে তার পরেই অভিনেতা ছুটি পাবেন। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার হাসপাতাল বিবৃতি দিয়ে জানায়, মিঠুনকে সকাল ৯টা ৪০ মিনিটে ভর্তি করা হয়েছে। অভিনেতার ডান হাত এবং পায়ে দুর্বলতার সমস্যা রয়েছে। মস্তিষ্কে এমআরআই করা হয়েছে। এছাড়া আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। মিঠুন সম্পূর্ণ সজ্ঞানে রয়েছেন। নরম খাবার দেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকরা। মিঠুনকে ওই মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন:

হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ায় কোলেস্টেরল, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন ফল খাবেন?

পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

মিঠুন চক্রবর্তী সম্পূর্ণ জ্ঞানে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতার ‘ইসকেমিক সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (স্ট্রোক) অফ ব্রেন’ হয়েছে। তাঁকে এখন নরম খাওয়ার দেওয়া হচ্ছে। সূত্রের খবর, মিঠুনকে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। শনিবার অভিনেতা আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৩৬: শুদ্ধ স্বভাবের রাজাও পরিত্যাজ্য যদি তাঁর পার্শ্বচরেরা শকুনের মতো কুটিল হন

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩২: সরকারবাড়ির ছেলেদের সঙ্গে শ্রীমার বুড়ি-বুড়ি খেলা

শনিবার সকালে ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ বোধ করেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজক অভিনেতা সোহম চক্রবর্তী। অসুস্থবোধ করার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মিঠুন এখন চিকিৎসাধীন। সূত্রের খবর, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। আপাতত অভিনেতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছর মিঠুন অভিনিত ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। এ বার তিনি ‘শাস্ত্রী’ ছবির কাজ শুরু করেছিলেন। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

‘শাস্ত্রী’ ছবির শুটিং শুরু হয় জানুয়ারি মাসে। মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে। মিঠুন-দেবশ্রী ছাড়াও ‘শাস্ত্রী’ ছবিতে এক ঝাঁক তারকা রয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্যকে দেখে যাবে এই ছবিতে। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবিটি। ‘শাস্ত্রী’ ছবির মাধ্যমে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু। ছবিটি চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা।

Skip to content