শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী পুরোপুরি সজ্ঞানে রয়েছেন। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অভিনেতার শরীরে ডান দিক খানিক দুর্বল হয়েছে। সেই সঙ্গে খানিক কষ্ট হচ্ছে হাত নাড়াতে। অস্বস্তি ভাবও রয়েছে। অভিনেতা চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন।

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, মিঠুন এখন তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে বলে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকরা। মিঠুনকে ওই মেডিক্যাল দলের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছেন। সকালে তাঁর এমআরআই করানো হয়। সুত্রের খবর, অভিনেতার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে। সেই সব পরীক্ষার রিপোর্ট হাতে এলে কী ভাবে তাঁর চিকিৎসা পদ্ধতি এগোবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সকাল ১০টা নাগাদ ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ বোধ করেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজক অভিনেতা সোহম চক্রবর্তী। অসুস্থবোধ করার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মিঠুন এখন চিকিৎসাধীন। সূত্রের খবর, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। আপাতত অভিনেতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছর মিঠুন অভিনিত ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। এ বার তিনি ‘শাস্ত্রী’ ছবির কাজ শুরু করেছিলেন। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৪৯: জন্মান্তরের সুরসাধক পঞ্চম

এই দেশ এই মাটি, পর্ব-৩৫: সুন্দরবনের নদীবাঁধের অতীত

স্ট্রোকে মস্তিষ্কের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যায় রক্ত সরবরাহ ব্যবস্থা। একেই ইস্কেমিক স্ট্রোক বলা হয়। কোনও কোনও ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণও শুরু হতে পারে, যা হেমোরেজিক স্ট্রোক নামে পরিচিত। তবে ইস্কেমিক স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক দুটি ক্ষেত্রেই মস্তিষ্কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষেত্রে বিশেষে প্রাণনাশের আশঙ্কা থাকে। তবে ৭৩ বছর বয়সি মিঠুন কোন ধরনের স্ট্রোকে আক্রান্ত হাতপাতাল কর্তৃপক্ষের এখনও সেই সম্পর্কে জানায়নি। সূত্রের খবর, বিশেষ চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। প্রাথমিক চিকিৎসা হয়েছে, আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৪৯: মহাকাব্যের রাক্ষস ও মানুষের কাহিনিতে আধুনিক জীবনচিত্রের প্রতিফলন রয়েছে কি?

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-২৫: এভারগ্রিন—চায়না গ্রিন

‘শাস্ত্রী’ ছবির শুটিং শুরু হয় জানুয়ারি মাসে। মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে। মিঠুন-দেবশ্রী ছাড়াও ‘শাস্ত্রী’ ছবিতে এক ঝাঁক তারকা রয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্যকে দেখে যাবে এই ছবিতে। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবিটি। ‘শাস্ত্রী’ ছবির মাধ্যমে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু। ছবিটি চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা।

Skip to content