রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

মাঘ মাস শেষ হতে এখনও কয়েক দিন বাকি। তাড় মধ্যেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে কি মাঘ মাস শেষ হওয়ার আগেই শীত বিদায় নিচ্ছে? বাংলা থেকে আস্তে আস্তে শীত উধাও হয়ে যাচ্ছে। কলকাতার এক ধাক্কায় তাপমাত্রার পারদ বেড়েছে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৮.৬ ডিগ্রি। তবে আজ মঙ্গলবার তাপমাত্রা বেড়ে হয়েছে ২১.৮ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তা হলে কি বাংলা থেকে শীত পাকাপাকি ভাবে বিদায় নিয়ে প্রবেশ করতে চলেছে বসন্ত?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বসন্ত প্রবেশ করতে চলেছে। হাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে বাংলা জুড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়বে। যদি ফের শীত ফিরবে কি না, সে সম্পর্কে কোনও নিশ্চয়তা দেয়নি হাওয়া দফতর। এমনিতেই গত দু’দিন ধরে রাজ্যের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মঙ্গলবারও কোনও পরিবর্তন হয়নি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত রাজ্যে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। কারণ এই মুহূর্তে তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাসও নেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এমনকি, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়

ত্বকের জেল্লা ফেরাতে চান? চিনিতে আছে ম্যাজিক, বাড়িতেই করে ফেলুন সুগার ট্রিটমেন্ট

আলিপুর হাওয়া দফতর সুত্রে এও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়াই পরিবর্তন আসতে পারে চলতি সপ্তাহের শেষ থেকেই। রবিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাসও আছে। পাশাপাশি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংঙে হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।

Skip to content