ছবি: প্রতীকী।
বাংলা জুড়ে পারদপতন অব্যাহত রইল। এদিকে আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় মঙ্গলবারই ছিল চলতি মরসুমের শীতলতম দিন। মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১১.৮ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়ার কম তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১২.১ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম, অর্থাৎ ১৯.৮ ডিগ্রি। মঙ্গলবার কলকাতার আকাশে কিছুটা মেঘ থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যের প্রায় সব জেলাতেই শীত জমিয়ে ব্যাটিং করছে। বর্ধমানের পারদ ছিল ৮.৮ ডিগ্রি, আসানসোলে ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দু’তিন দিন রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৫৩: রঙ্গ-রস প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণদেব
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩২: ইতিহাস ও বিজ্ঞানের আলোয় গঙ্গাসাগর মেলা
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং ও কালিম্পং জেলার বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার কিছু এলাকা হালকা বৃষ্টিতে ভিজতে পারে।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৭: তার লাগি পথ চেয়ে আছি পথেই যে জন ভাসায়
দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বুধবারও বৃষ্টির পূর্বাভাসের কথা বলেছে হাওয়া দফতর। বুধবার কলকাতায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, মালদহ, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে।
আরও পড়ুন:
মুভি রিভিউ: মিথ না মিথ্যা? কোনটা বেশি সিরিয়াস? প্রশ্ন তুলল নওয়াজউদ্দিনের ‘সিরিয়াস মেন’
এগ পকেট পছন্দ? তা হলে বাড়িতেই বানান সহজ এই রেসিপি
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের কয়েকটি জেলায় বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে প্রায় জেলাতেই ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া দফতর।