শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আপনার বাড়ির খুদেটি কি রাতে ঘুমাতে দেরি করে? রাত্র বাড়লেই বেড়ে যায় দুষ্টুমি? কিংবা শুরু করে দেয় কান্নাকাটি? তা হলে ওকে শান্ত করবেন কী করে? কী করে ওকে সময়ে ঘুমাতে পাঠাবেন? এই সমস্যার সমাধান আছে খাবারের প্লেটে। রাতে কিছু বিশেষ খাবার খাওয়ালেই শিশুরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ওদের গভীর ঘুমও হয়। তাই ঠিক থাকে ওদের বৃদ্ধির হার। মনও ভালো থাকে। দেখে নেওয়া যাক, সেই খাবারগুলি কী কী।
 

দুধ

শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার হল দুধ। এই পানীয়ের মধ্যে আছে বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড। এটি শিশুদের গভীর ভাবে ঘুমিয়ে পড়তে সাহায্য করে, তার সঙ্গে হাড়ও মজবুত করে।

 

কলা

পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন-বি৬ ভরপুর পরিমাণে রয়েছে কলায়। এটিও শিশুদের ঘুমের মান ভাল করে। রাতে দুধের সঙ্গে যদি কলা দেন, ওর ঘুম ভালো হবে।
 

আখরোট

এটিও শিশুদের ঘুমের জন্য খুব ভালো। সন্ধেবেলা ওদের অন্য খাবারের সঙ্গে অল্প পরিমাণে আখরোট দিলে রাতে ঘুম ভালো হবে। এতেও দুধের মতোই অ্যামিনো অ্যাসিড থাকে। সেটিও ঘুমাতে সাহায্য করে।

আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৯০: মৎস্যজীবীদের সুরক্ষার কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে

এই ৭ লক্ষণ বলে দেবে আপনার শরীরে ভিটামিন ডি-র অভাব দেখা দিচ্ছে

 

রাঙা আলু

রাতের খাবারে আপনার বাড়ির খুদেকে দিতে পারেন এই আলুর নানা পদ। এতে থাকা সেরোটোনিন ঘুম আসতে সাহায্য করে।
 

স্যামন মাছ

এখন ভারতেও সহজেই পাওয়া যায় এই সামুদ্রিক মাছ। এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঘুম গভীর করে। রাতের খাবারে শিশুকে দিতে পারেন এই মাছের পদও।


Skip to content